ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদি নতুন ধরণের ৬০টি পোষাকের নকশা হাতে পেয়েছে

Posted On: 27 OCT 2021 3:31PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৭ অক্টোবর, ২০২১

 

খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশনের উদ্যোগে  মঙ্গলবার (২৬ অক্টোবর) নতুন দিল্লির হোটেল অশোক-এ  খাদি পোষাকের ওপর একটি  ফ্যাশান শো-র আয়োজন করা হয়। এই ফ্যাশান শো-এ খাদির নতুন ধরনের পোষাক তুলে ধরা হয়। এই ফ্যাশান শো-র পরিচালনার দায়িত্বে ছিলেন ফ্যাশান ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া এবং খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশনের উপদেষ্টা সুনীল শেঠি। এই শো-য় ১০ জন উদীয়মান ফ্যাশান ডিজাইনার ৬০টি নতুন ধরণের পোষাকের নকশা তুলে ধরেন। অনুষ্ঠানে এর মধ্য থেকে সেরা তিনজন ডিজাইনারকে পুরস্কৃত করা হয়। ডিজাইনার স্বাতী কাপুর এই ফ্যাশান শো-য় প্রথম পুরস্কার জেতেন। তিনি নগদ ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন। উনিশ শতকের কবি স্যামুয়েল টেলর কোলরিজের কবিতা ‘কুবলা খান’ থেকে অনুপ্রাণিত হয়ে এই নকশা তৈরি করেছেন। ডিজাইনার ধ্রুব সিং এই ফ্যাশান শো-এর দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। তিনি নগদ ৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার জিতেছেন। তাঁর পোষাকে কার্তিক মাসে পূর্ণিমার রাতে ভক্ত/ প্রেমিকাদের সঙ্গে কৃষ্ণের নৃত্যের দৃশ্য ধরা পড়েছে। এই ফ্যাশান শো-য় কৌশল সিং এবং গৌরব সিং- দুই ডিজাইনার যৌথভাবে তৃতীয় পুরস্কার জিতেছেন। তাঁরা প্রত্যেকেই নগদ ২ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। 

নতুন ডিজাইনারদের কর্মকাণ্ড তুলে ধরতে এবং নতুন ধরণের খাদির পোষাক বাজারে নিয়ে আসার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা ডিজাইনারদের বাছাইয়ের জন্য ১০ জনের একটি স্ক্রিনিং কমিটিও গঠন করা হয়। খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশনের চেয়ারম্যান শ্রী বিনোদ কুমার সাকসেনা জানিয়েছেন, ডিজাইনারদের এই সৃষ্টিকর্মগুলি শীঘ্রই খাদি ইন্ডিয়ার দোকানে পাওয়া যাবে। 

 

CG/SS/SKD/


(Release ID: 1767156) Visitor Counter : 189


Read this release in: Tamil , Telugu , English , Hindi