সংস্কৃতিমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অমৃত মহোৎসব পডকাস্টের সূচনা করেছেন

Posted On: 26 OCT 2021 5:17PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬  অক্টোবর, ২০২১


    স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অমৃত মহোৎসব পডকাস্টের সূচনা করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে যেসব আন্দোলন এবং ব্যক্তি বিশেষের গুরুত্বপূর্ণ অবদান ছিল অথচ তাঁরা প্রচলিত প্রকাশনাগুলিতে স্থান পাননি সেইসব অজানা স্বাধীনতা সংগ্রামীদের কথা এই পডকাস্টের মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

    প্রথম পডকাস্টের বিষয় ‘জারা ইয়াদ করো কুরবানি’। আজাদ হিন্দ বাহিনী সম্পর্কিত তথ্য এই পর্বে স্থান পেয়েছে। প্রতি সপ্তাহে নতুন একটি বিষয় সম্পর্কে প্রচার করা হবে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে অজানা নায়কদের সাহস ও শৌর্যের বিষয়ে তথ্য তুলে ধরার এটি যথাযথ মাধ্যম। এর সাহায্যে দেশের প্রতি গর্ব অনুভূত হওয়ার পাশাপাশি অজানা নায়কদের সম্পর্কিত নানা তথ্য জনসাধারণ জানতে পারবেন। এই পডকাস্টের অনুষ্ঠান শুনতে হলে এই লিঙ্কে ক্লিক করুনঃ-  https://amritmahotsav.nic.in/freedom-movement.htm


CG/CB/NS



(Release ID: 1766786) Visitor Counter : 373


Read this release in: English , Urdu , Hindi