বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জালিয়াতি আটকাতে ন্যানো মেটিরিয়ালের সাহায্যে তৈরি সুরক্ষা কালি উদ্ভাবন করা হয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত আলো বিচ্ছুরিত হয়

प्रविष्टि तिथि: 26 OCT 2021 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৬  অক্টোবর, ২০২১
 
 
বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র, ব্যাঙ্কের নোট, ওষুধ, শংসাপত্র এবং টাকার জালিয়াতি প্রতিহত করতে ভারতীয় বিজ্ঞানীরা বিপদজ্জনক নয় এ ধরণের উপাদানের সাহায্যে সুরক্ষা কালি উদ্ভাবন করেছেন। ন্যানো মেটিরিয়াল দিয়ে তৈরি এই কালির রাসায়নিক বৈশিষ্ট্য হল এখান থেকে প্রতিনিয়ত আলো বিচ্ছুরিত হয়।
 
ব্রান্ডেড পণ্য, ব্যাঙ্কের নোট, ওষুধ, শংসাপত্র এবং টাকার জালিয়াতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত হয়ে থাকে। এই জালিয়াতি প্রতিরোধ করতে যে কালি ব্যবহার করা হয় সেটি উচ্চশক্তি সম্পন্ন ফোটন শোষণ করে। সেখান থেকে কম শক্তি সম্পন্ন ফোটন  নিঃসৃত হয়। দিনের আলোয় এই কালি দিয়ে তৈরি ট্যাগ দেখা যায়না। তবে অতি  বেগুনি রশ্মির মাধ্যমে এগুলি নজরে আসে। কিন্তু এই কালির সাহায্যে তৈরি ট্যাগকেও জাল করা সম্ভব। এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্বশাসিত সংস্থা, মোহালির ইন্সটিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড  টেকনোলজির বিজ্ঞানী ডঃ সান্যাসিনাইডু বড্ডু-র নেতৃত্বে একদল গবেষক ফসফেট ভিত্তিক ক্ষতিকর নয় এ ধরণের কালির উদ্ভাবন করেছেন। এই কালির সাহায্যে তৈরি ট্যাগে আলোর বিচ্ছুরণ সব সময়ই নজরে আসে। তাপমাত্রা ও  আদ্রতার পরিবর্তনেও এক্ষেত্রে আলোর বিচ্ছুরণের কোনও সমস্যা হয়না। নতুন উদ্ভাবিত কালি যেকোন জালিয়াতি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর সাহায্যে তৈরি ট্যাগ ব্যবহার করলে যে কেউ সেটি আসল না নকল তা সহজেই শনাক্ত করতে পারবেন।    
 
 
CG/CB/NS

(रिलीज़ आईडी: 1766785) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil