অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

উড়ান কর্মসূচির আওতায় শিলং-ডিব্রুগড় রুটে প্রথম সরাসরি বিমান পরিষেবার ভার্চুয়াল পদ্ধতিতে যাত্রা সূচনা করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Posted On: 26 OCT 2021 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬  অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, বিভাগীয় প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ ভি কে সিং, মন্ত্রকের সচিব শ্রী রাজীব বনসল যৌথভাবে উড়ান কর্মসূচির আওতায় আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থার প্রসারে শিলং-ডিব্রুগড় রুটে প্রথম সরাসরি বিমান পরিষেবার যাত্রা সূচনা করেছেন।

এই উপলক্ষ্যে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে যোগ দেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কর্নড সাংমা, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী শ্রী প্রিস্টোন টাইসঙ, শিলং থেকে লোকসভার সদস্য শ্রী ভিনসেন্ট এইচ পালা, রাজ্যসভার সদস্য ডাঃ ওয়ন ওয়েরি খারলুখি প্রমুখ যোগ দেন।

শিলং-ডিব্রুগড় রুটে প্রথম সরাসরি বিমান পরিষেবার সূচনা করে শ্রী সিন্ধিয়া বলেন, শিলং বিশ্বের অন্যতম উচ্চ ও আর্দ্রতাপূর্ণ এলাকা। সারা বিশ্বের কাছে এই এলাকার অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিলং-কে পূবের স্কটল্যান্ড হিসেবে গণ্য করা হয়। এখানে অসংখ্য গুহা, সুউচ্চ জলপ্রপাত, অনুপম ভূপ্রকৃতি ও সমৃদ্ধ পরম্পরা ও সংস্কৃতির বৈশিষ্ট্য রয়েছে। পর্যটনের দিক থেকে মেঘালয় এক অতুলনীয় জায়গা। আর এ কারণেই সারা বিশ্ব থেকে পর্যটকরা মেঘালয়ের প্রতি আকৃষ্ট হন। 

শ্রী সিন্ধিয়া আরও জানান, ২০১৪ পর্যন্ত উত্তরপূর্বে কেবল ৬টি বিমান বন্দর চালু ছিল। এখন এই সংখ্যা বেড়ে হয়েছে ১৫। তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আজ উদ্বোধন হওয়া বিমান পরিষেবা রুটটি কেবল সূচনা মাত্র। আমরা সমগ্র উত্তরপূর্বে আন্তঃরাজ্য ও এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রসারে অঙ্গীকারবদ্ধ। বিমান যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আমরা হেলিকপ্টার পরিষেবা সহ সামগ্রিক পরিকাঠামোর মানোন্নয়নে অগ্রাধিকার দিচ্ছি।” তিনি বলেন, সরকারের লক্ষ্যই হল সারা দেশ থেকে ভ্রমণ পিপাসুদের উত্তরপূর্বে নিয়ে আসা।

সরাসরি যোগাযোগ ব্যবস্থার কোনো মাধ্যম না থাকার দরুন শিলং থেকে সাধারণ মানুষকে ডিব্রুগড় পৌঁছাতে সড়ক ও ট্রেনে প্রায় ১২ ঘণ্টা সময় লাগত। এখন শিলং থেকে কেবল ৭৫ মিনিটে ডিব্রুগড়ে পৌঁছে যাওয়া যাবে। বেসরকারী ইন্ডিগো বিমান সংস্থাকে শিলং-ডিব্রুগড় রুটে বিমান চালানোর বরাত দেওয়া হয়েছে। বিমান সংস্থাটি ৭৮ আসন বিশিষ্ট এটিআর ৭২ বিমান চালাবে। এই রুটে সাধারণ মানুষকে সুলভে যাতায়াতের সুযোগ করে দিতে ভাড়ায় ঘাটতি ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং ব্যবস্থায় মেটানো হবে। 

 

CG/BD/NS



(Release ID: 1766638) Visitor Counter : 182