মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে মৎস্য দপ্তরের “স্বাস্থ্যের জন্য মৎস্য এবং সম্পদের জন্য মৎস্য” শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত ওয়েবিনার
Posted On:
22 OCT 2021 2:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২১
মৎস্যচাষ, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের আওতাধীন মৎস্য দপ্তর আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আজ “স্বাস্থ্যের জন্য মৎস্য এবং সম্পদের জন্য মৎস্য” শীর্ষক বিষয়ের ওপর এক ওয়াবিনারের আয়োজন করেছে। মৎস্য বিভাগের সচিব শ্রী জ্যোতিন্দ্র নাথ সোয়াইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ওয়েবিনারে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মৎস্য দপ্তরের আধিকারিক; রাজ্যের কৃষি, পশুপালন ও মৎস্যচাষ দপ্তরের আধিকারিক, কৃষক সহ একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তরের সচিব জ্যোতিন্দ্র নাথ সোয়াইন দেশে মৎস্যচাষ ক্ষেত্রে পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য ওয়েবিনারে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন। মৎস্যচাষের মাধ্যমে আয়ের ব্যবস্থা, উপকূলীয় অঞ্চলে মাছ চাষের সুবিধা ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। পাশাপাশি, মাছের পুষ্টিগত উপকারিতা এবং সম্পদ বৃদ্ধির বিষয়েও বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বিষয়ে ব্যাখ্যা দেন। এই যোজনার মাধ্যমে মৎস্যচাষীরা কিভাবে উপকৃত হতে পারেন, সেকথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে দপ্তরের যুগ্মসচিব মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, সামাজিক-আর্থিক উন্নয়ন এবং উদ্ভিদ ও প্রাণীকূলের মধ্যে জৈব বৈচিত্র্যের গুরুত্বের কথা তুলে ধরেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্যচাষ গবেষণা প্রতিষ্ঠানের অধিকর্তা ডঃ বি কে দাস ‘স্বাস্থ্যের জন্য মাছ’ এবং ‘ভারতে মাছ ও আঁশযুক্ত মাছে রোগের উদ্ভব : প্রতিরোধ ও প্রশমন’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখেন। তিনি বলেন, রোগের বিরুদ্ধে লড়াইয়ে, অপুষ্টি মোকাবিলায় অন্যতম হাতিয়ার হ’ল মাছ। তাই, সারা দেশে মানুষের পুষ্টি বৃদ্ধিতে মাছ হ’ল সুষম আহার। মৎস্যচাষ দপ্তরের আওতাধীন মৎস্য উন্নয়ন কমিশনার শ্রী আই এ সিদ্দিকি এই ওয়েবিনারের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন।
CG/SS/SB
(Release ID: 1765925)
Visitor Counter : 227