প্রতিরক্ষামন্ত্রক
শ্রীলঙ্কার আমপাড়ায় ভারত – শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া ‘মিত্র শক্তি’ শেষ হয়েছে
Posted On:
16 OCT 2021 2:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ই অক্টোবর, ২০২১
ভারত – শ্রীলঙ্কার সেনাবাহিনীর অষ্টম যৌথ মহড়া ‘মিত্র শক্তি’ আজ শ্রীলঙ্কার আমপাড়ার কমব্যাট ট্রেনিং স্কুলে শেষ হয়েছে। মহড়া শুরু হয়েছিল চৌঠা অক্টোবর। আধা শহর এবং পার্বত্য অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়, সেবিষয়ে শ্রীলঙ্কার সেনাবাহিনী এই মহড়ায় তুলে ধরেছে। এর মধ্য দিয়ে ভারত – শ্রীলঙ্কার ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিফলিত হয়েছে। ১৪ দিন ধরে উভয় বাহিনীর সদস্যরা উৎসাহ, উদ্দীপনা ও পেশাদারিত্বের সঙ্গে মহড়ায় অংশ নেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে মহড়া দেখতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। ১৫ই অক্টোবর তিনি এবং শ্রীলঙ্কার চিফ অফ ডিফেন্স স্ট্রাফ জেনারেল শবেন্দ্র সিলভা যৌথভাবে মহড়া পর্যবেক্ষণ করেন। মহড়ার প্রসঙ্গে অংশগ্রহণকারী সৈন্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
CG/CB/SFS
(Release ID: 1764412)
Visitor Counter : 224