স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৯৬ কোটি ৪৩ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ লক্ষ ৬৩ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তামানে ৯৮.০৬ শতাংশ, যা ২০২০ সালের মার্চ মাস থেকে সর্বোচ্চ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮২৩
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬৫৩, যা মোট আক্রান্তের ০.৬১ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৪৬ শতাংশ, যা গত ১১০ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
13 OCT 2021 10:15AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ অক্টোবর, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ লক্ষ ৬৩ হাজার ৮৪৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী এ পর্যন্ত ৯৬ কোটি ৪৩ লক্ষ ৭৯ হাজার ২১২টি ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,০৩,৭৫,৫২৪; দ্বিতীয় ডোজ – ৯০,৪৮,৪৫৪।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,৮৩,৫৯,৮৩০; দ্বিতীয় ডোজ – ১,৫৪,২৯,৪৬২।
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৩৮,৮৮,২০,৬৬২; দ্বিতীয় ডোজ – ১০,৫৭,৪৯,২৬৪।
৪৫-৫৯ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১৬,৬৬,৭৪,৩৪৩; দ্বিতীয় ডোজ – ৮,৪৪,৪২,৭৯৬।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১০,৫১,৪৭,০২৫ দ্বিতীয় ডোজ – ৬,০৩,৩১,৮৫২।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের সংখ্যা ৯৬ কোটি ৪৩ লক্ষ ৭৯ হাজার ২১২।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১।
একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.০৬ শতাংশ। এই হার ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে ১০৮ দিন ৫০ হাজারের নীচে রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮২৩। অন্যদিকে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৭ হাজার ৬৫৩, যা ২১৪ দিনে সর্বনিম্ন। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার, দেশে মোট আক্রান্তের ০.৬১ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার পরিকাঠামো লাগাতার বেড়েছে। সেই অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ ২৫ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৮ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজার ৪৪২।
একদিকে নমুনা পরীক্ষার পরিকাঠামো যেমন বেড়েছে, অন্যদিকে তেমনই দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৪৬ শতাংশ, যা গত ১১০ দিন ৩ শতাংশের নীচে। অন্যদিকে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১৯ শতাংশ। এই হার গত ৪৪ দিন ৩ শতাংশের নীচে এবং লাগাতার ১২৭ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1763757)
Visitor Counter : 149