সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সারা দেশজুড়ে "আজাদী কা অমৃত মহোৎসব" উদযাপন করা হচ্ছে, তারই অঙ্গ হিসাবে ৭৫ টি "হুনার হাট" হবে, ২৯-তম "হুনার হাট" এবার বসতে চলেছে উত্তরপ্রদেশের রামপুরে, আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর

Posted On: 10 OCT 2021 12:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২১

 

দেশের পরবর্তী "হুনার হাট" বসতে চলেছে উত্তরপ্রদেশের রামপুরে। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই "হুনার হাট" হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সারা দেশ জুড়ে যে "আজাদী কা অমৃত মহোৎসব" উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সারা দেশ জুড়ে ৭৫ টি "হুনার হাট"এর আয়োজন করা হয়েছে। এবারে হবে ২৯-তম "হুনার হাট"।

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি আজ নতুন দিল্লিতে জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান রামপুরে আগামী ১৬ অক্টোবর এই "হুনার হাট"-এর উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে সংসদ বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রামপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দেশের ৩০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হস্তশিল্পীরা তাঁদের তৈরি সামগ্রী নিয়ে "হুনার হাট"-এ বিক্রির জন্য উপস্থিত হবেন। বিভিন্ন রাজ্য যেমন, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, মনিপুর, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড, লাদাখ, কর্ণাটক, গুজরাট, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্রিশগড়, তামিলনাডু, কেরালা এবং দেশের অন্যান্য স্থানে থেকে হযরত শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করবেন। এরমধ্যে কাঠ, পিতল, বাঁশ, কাঁচ, কাপড় ও কাগজের তৈরি সামগ্রী যেমন রয়েছে তেমনি রয়েছে মৃৎশিল্পীদের তৈরি সামগ্রী।

শ্রী নাকভি জানিয়েছেন, 'বিশ্বকর্মা বটিকা' এবারের "হুনারহাট"-এর প্রধান আকর্ষণ। এই 'বিশ্বকর্মা বটিকা' কিভাবে তৈরি করা হয় তা শিল্পীরা 'লাইভ' দেখাবেন।

তিনি বলেন "ভোকাল ফর লোকাল" এই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে "বেস্ট ফ্রম ওয়েস্ট" এই ভাবনাকে তুলে ধরা হবে। অর্থাৎ ব্যবহৃত এবং বাতিল হয়ে যাওয়া বস্তু থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করে তা বিক্রির ব্যবস্থা করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, রামপুরে আয়োজিত "হুনার হাট"-এ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশিষ্ট শিল্পী যেমন, পঙ্কজ উদাস, কৈলাস খের, অনু কাপুর, সুদেশ ভোঁসলে, কুমার শানু, রূপ কুমার রাঠোর, সোনালী রাঠোর, আলতাফ রাজা, নিজামী ব্রাদার্স, বিবেক মিশ্র, রেখা রাজ, প্রেম ভাটিয়া, ভূপেন্দ্র সিং ভুপি এবং নুরান সিস্টার্স প্রমূখ উপস্থিত থাকবেন।

তিনি জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী "স্বদেশী স্বাবলম্বন" এবং "ভোকাল ফর লোকাল"-এর যে ডাক দিয়েছেন তা "হুনার হাট"- এর মাধ্যমে সম্পাদন করা হবে।

তিনি জানান বিগত সাত বছরে ৫ লক্ষ ৫০ হাজার হস্তশিল্পী, কারিগর সহ ও অন্যান্য "হুনার হাট"- এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1762747) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Hindi