প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সেনা আজ ৭২-তম টেরিটোরিয়াল আর্মি-ডে উদযাপন করছে

Posted On: 09 OCT 2021 3:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ অক্টোবর, ২০২১

 

ভারতীয় সেনা আজ ৭২ তম টেরিটোরিয়াল আর্মি ডে উদযাপন করছে। আজকের এই গৌরবময় দিনে এক অনুষ্ঠানে টেরিটোরিয়াল আর্মির  মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল প্রীত মহিন্দ্রেরা সিং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষে সারা দেশজুড়ে আজ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।১৯৪৮ সালের ১৮ আগস্ট টেরিটোরিয়াল আর্মি আইন প্রণয়ন করা হয়। প্রাথমিকভাবে টেরিটোরিয়াল আর্মিতে পদাতিক বাহিনী, আর্মড কর্পস, এয়ার ডিফেন্স আর্টিলারি, সিগন্যাল, সাপ্লাই সহ অন্যান্য ইউনিট রয়েছে। ১৯৪৯ সালের ০৯ অক্টোবর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল শ্রী চক্রবর্তী রাজা গোপাল আচারী প্রথম টেরিটোরিয়াল আর্মি প্রতিষ্ঠা করেন। তখন থেকেই আজকের দিনটি টেরিটোরিয়াল আর্মি-ডে হিসেবে উদযাপন করা হয়।

হোম এবং হার্থ ব্যাটেলিয়ান ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সাথে ও টেরিটোরিয়াল আর্মি যুক্ত রয়েছে। সেখানে তাদের কয়েকটি ইউনিট রয়েছে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার রক্ষণাবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ার টিএ ব্যাটেলিয়ানে মোতায়েন করা হয়েছে। টেরিটোরিয়াল আর্মির'ও দশটি ইকোলজিক্যাল ব্যাটেলিয়ান রয়েছে যা দেশের পরিবেশগত পরিবেশ পুনরুদ্ধার, দুর্গম ও অনাবাদী অঞ্চলে বৃক্ষরোপণ, জলাভূমি পুনরুজ্জীবিত করা, জলাশয় পুনরুদ্ধার করা এবং চেক ড্যাম নির্মাণের মাধ্যমে জল সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এর বাইরে কয়েকটি টিএ ব্যাটেলিয়ান রয়েছে, যারা ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছে।

 

CG/ SB


(Release ID: 1762551) Visitor Counter : 194