বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
দীর্ঘদিনের অসুখ নিরাময়ে জটিল রোগ-ব্যাধি সংক্রান্ত গবেষণার স্বীকৃতি-স্বরূপ এসসিটিআইএমএসটি-র বিজ্ঞানী শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাবেন
Posted On:
04 OCT 2021 3:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ঠা অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্বশাসিত সংস্থা তিরুবনন্তপুরমে শ্রী চিত্র তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’র সহকারী অধ্যাপক ডঃ জিমন পান্নিইয়ামমাকাল দীর্ঘ দিনের অসুখ নিরাময়ে জটিল রোগব্যাধি সংক্রান্ত গবেষণার স্বীকৃতি-স্বরূপ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাবেন। ডঃ জিমন হাইপার টেনশন ও ডায়াবেটিস নিয়ে মূলত কাজ করেন। নিম্ন ও আয়ের দেশগুলি তার গবেষণার মূল কেন্দ্র। তাঁর দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র বিশ্বেখ্যাত ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৫ বছরের গবেষণা জীবনে ডঃ জিমন হৃদরোগের বিভিন্ন জটিল অসুখ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছেন। তিনি বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ, জীবনশৈলীর পরিবর্তন নিয়ে নানাবিধ কাজ করে থাকেন। এই কাজে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁকে অর্থ সাহায্য করা হয়। তাঁর ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিহত করার জন্য বিখ্যাত মডেলটি ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশংসিত হয়েছে। কোভিড সময়কালে ভারতে সংগঠিত শ্রম ক্ষেত্রে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তি যুক্ত আছেন।
CG/CB/SB
(Release ID: 1760947)
Visitor Counter : 173