স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জয়পুরের সাইপেত – এর উদ্বোধন এবং রাজস্থানের ৪টি জেলা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
प्रविष्टि तिथि:
30 SEP 2021 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুরে সেন্ট্রাল ইন্সটিটিউট অফ পেট্রোকেমিকেলস্ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সাইপেত) – এর উদ্বোধন এবং ৪টি জেলা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গেহলত, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সার ও রসায়ন মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দেশের স্বাস্থ্য ক্ষেত্রে ত্রুটিগুলি বুঝতে পেরেছিলেন। তাই, প্রধানমন্ত্রী হিসাবে সেই সমস্যা নিরসনে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। শ্রী মোদী বলেন, “আমরা দেশের স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য একটি জাতীয় দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছি এবং জাতীয় স্বাস্থ্য নীতির লক্ষ্যে কাজ করছি। স্বচ্ছ ভারত অভিযান থেকে আয়ুষ্মান ভারত এবং এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন – এই ধরনের প্রয়াসের অঙ্গ”। তিনি বলেন, রাজস্থানে প্রায় ৩.৫ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত যোজনার আওতায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছেন এবং এই রাজ্যে প্রায় ২ হাজার ৫০০ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে কাজ শুরু হয়েছে।
শ্রী মোদী বলেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত দক্ষ মানবসম্পদ কার্যকরি স্বাস্থ্য ক্ষেত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে। করোনাকালে এর গুরুত্ব অনুভব করা গেছে। কেন্দ্রীয় সরকার ‘বিনামূল্যে টিকাকরণ, সকলের জন্য টিকা’ প্রচারাভিযানে সাফল্য এরই প্রতিফলন। তিনি বলেন, আজ ভারতে ৮৮ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজস্থানে ৫ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পেট্রোকেমিকেল শিল্পের মতো দ্রুত ক্রমবর্ধমান শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ এখন প্রয়োজন। তিনি বলেন, নতুন এই ইন্সটিটিউট অফ পেট্রোকেমিকেল টেকনোলজি লক্ষ লক্ষ তরুণকে নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত করবে। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গুজরাটে পন্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এখন এই বিশ্ববিদ্যালয় এনার্জি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান স্বচ্ছ শক্তি উদ্ভাবনের ক্ষেত্রে তরুণ সম্প্রদায়কে পথ দেখাবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হলেন এমন একজন প্রশাসক, যিনি প্রথম স্বাস্থ্য ব্যবস্থাপনাকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন। আগামী ৭ অক্টোবর জনপরিষেবা ক্ষেত্রে প্রধানমন্ত্রী ২০ বছর পূর্ণ করতে চলেছেন। তাই, প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব বুঝতে পেরেছেন। শ্রী মান্ডভিয়া জানান, এই কারণেই প্রধানমন্ত্রী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – এর আহ্বান জানিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ২ কোটিরও বেশি সুবিধাভোগী ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়েছেন। এর মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক রয়েছেন।
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা এই ৪টি জেলা মেডিকেল কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মেডিকেল কলেজগুলির মাধ্যমে স্থানীয় মানুষ কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন। এই মেডিকেল কলেজ এবং সাইপেত প্রধানমন্ত্রী ‘নতুন ভারত’ – এর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব, জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র শেখওয়াত এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী অশোকগেহলত বক্তব্য রাখেন।
CG/SS/SB
(रिलीज़ आईडी: 1759736)
आगंतुक पटल : 197