স্বরাষ্ট্র মন্ত্রক
‘আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন’ (এবিডিএম) এর সূচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতামন্ত্রী শ্রী অমিত শাহের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
Posted On:
27 SEP 2021 3:28PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৭শে সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ, ‘আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন’ (এবিডিএম) এর সূচনার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একগুচ্ছ ট্যুইট বার্তায় শ্রী শাহ বলেছেন, “ নাগরিকদের স্বাস্থ্যকর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করতে মোদী সরকার অঙ্গীকারবদ্ধ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন’ (এবিডিএম) এর সূচনা করার জন্য আমি তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।“
মন্ত্রী আরো বলেন, পিএম-জেএওয়াই এর সাফল্যের পর এবিডিএম এর মাধ্যমে নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রীর সংবেদনশীলতা প্রকাশ পাচ্ছে। ডিজিট্যাল স্বাস্থ্য ইকো সিস্টেমের মাধ্যমে এবিডিএম খুব সহজেই তথ্য আদান প্রদান করবে, যাতে একটি মাত্র ক্লিকেই নাগরিকরা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান।
CG/CB/SFS/
(Release ID: 1758683)
Visitor Counter : 163