সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

'ধন্যবাদ সুহাস'- বলল ভারত

Posted On: 26 SEP 2021 4:58PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ সেপ্টেম্বর, ২০২১

 

১৯৬৮-তে প্রথমবার গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসে যোগদানের পর থেকে ভারত যা পারেনি এবার তাই করে দেখালো সুহাস এল যথিরাজ। সদ্য সমাপ্ত টোকিও প্যারালিম্পিক গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের একক বিভাগে রৌপ্য পদক জয় করে সুহাস যে ইতিহাস গড়েছেন তার জন্য সারা ভারত তাঁকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে। এরকম ইতিহাস সৃষ্টির পিছনে সারা ভারতের ধন্যবাদ পাওয়াই স্বাভাবিক ঘটনা। প্যারালিম্পিক গেমসে প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত এক আধিকারিকের এযাবৎ এটা সেরা সাফল্য। সুহাস উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। তিনি দেশের প্রথম অ্যাডমিনেস্ট্রেটিভ সার্ভিসের আধিকারিক, যিনি প্যারালিম্পিক গেমস থেকে দেশকে পদক এনে দিলেন। টোকিও প্যারালিম্পিকসে ব্যাডমিন্টনে পুরুষদের একক বিভাগে ফাইনাল প্রতিযোগিতায় সুহাস এল যথিরাজ ফ্রান্সের লুকাস মজুরের মুখোমুখি হন। প্রথম রাউন্ডে জয় দিয়ে ফাইনাল ম্যাচের সূচনা করেন সুহাস। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পরের দুটি রাউন্ডে পরাজিত হওয়ায় স্বর্ণ পদক হাতছাড়া হয়। এসত্বেও পদক মঞ্চে রৌপ্য পদক হাতে নিয়ে তিনি দেশকে গর্বিত করেন। 

সুহাসের অসাধারণ সাফল্যে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, প্রশাসনিক সেবা ও খেলাধূলোর এ এক অসাধারণ সংমিশ্রণ। গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক সুহাস যথিরাজ তাঁর অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে সারা দেশের প্রত্যাশায় জায়গা করে নিয়েছেন। ব্যাডমিন্টনে রৌপ্য পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার সাফল্য কামনা করি। 

কর্ণাটকের শিমোগাতে জন্ম দিব্যাঙ্গ সুহাস প্রাথমিক ভাবে আইএএস অফিসার হতে চাননি। ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল। পরিবারের কাছে থেকে বিশেষ করে তাঁর বাবা তাঁকে খেলাধুলোয় উৎসাহ যুগিয়েছিল। ২০০৭-এ উত্তরপ্রদেশ ক্যাডার থেকে আইএএস আধিকারিক হওয়ার পর একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুহাস দেশকে পদক এনে দিয়েছেন। প্রথমে প্রয়াগরাজের জেলাশাসক হিসেবে এবং এখন গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক হিসেবে অবদান রাখার জন্য বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছেন। সুহাস যে ব্যাডমিন্টন র‌্যাকেট দিয়ে প্যারালিম্পিক্সে রেকর্ড গড়েছেন সেটি এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রীর পাওয়া বিভিন্ন উপহার ও স্মারক ই-নিলাম করা হচ্ছে। সুহাসের র‌্যাকেটটিও এই ই-নিলামে রয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই নিলাম চলবে। 

আপনি যদি সুহাসের সাফল্যের ভাগিদার হতে চান, তাহলে এই ব্যাডমিন্টন র‌্যাকেটটির জন্য দরপত্র পেশ করতে পারেন। ই-নিলাম থেকে পাওয়া অর্থ নমামি গঙ্গে কর্মসূচিতে খরচ করা হবে। সুহাসের এই র‌্যাকেটটির প্রাথমিক নিলাম মূল্য স্থির হয়েছে ৫০ লক্ষ টাকা। জেলাশাসক সুহাসের ব্যাডমিন্টন র‌্যাকেটটি নিজের সংগ্রহে রাখার জন্য এই ওয়েবসাইটে লগইন করুন -  www.pmmementos.gov.in ।

 

CG/BD/AS/


(Release ID: 1758425) Visitor Counter : 190


Read this release in: English , Urdu , Hindi , Kannada