শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ই-শ্রম পোর্টালে এক মাসে ১ কোটি ৭০ লক্ষের বেশি রেজিস্ট্রেশন
प्रविष्टि तिथि:
26 SEP 2021 11:46AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২১
ই-শ্রম পোর্টাল চালু হওয়ার এক মাসের মধ্যে অসংগঠিত ক্ষেত্রের ১ কোটি ৭১ লক্ষের বেশি শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। পরিসংখ্যান অনুযায়ী ই-শ্রম পোর্টালে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ১ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ৭৪৩।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী শ্রী ভূপেন্দ্রর যাদব গত ২৬ আগস্ট ই-শ্রম পোর্টালের সূচনা করেন। এই পোর্টাল জাতীয় স্তরের প্রথম সুসংবদ্ধ ব্যবস্থা, যেখানে প্রবাসী শ্রমিক, নির্মাণ কর্মী, কুলি ও প্ল্যাটফর্ম হকারদের তথ্য লিপিবদ্ধ করে রাখা হয়।
পোর্টালটি শুরু হওয়ার পর চতুর্থ সপ্তাহে ৬৯ লক্ষের বেশি শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্তিকরণ অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে শ্রী যাদব গতকাল মুম্বাইয়ে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের মধ্যে ই-শ্রম কার্ড বন্টন করেন। এই উপলক্ষে শ্রী যাদব বলেন, অসংগঠিত ক্ষেত্রের প্রতিটি শ্রমিকই যাতে নাম নথিভুক্ত করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। তিনি জানান, নাম নথিভুক্তিকরণ অত্যন্ত জরুরী, কারণ কোন ক্ষেত্রের সঙ্গে কত শ্রমিক যুক্ত রয়েছেন তা সুস্পষ্ট ভাবে জানা সম্ভব। পোর্টালে ইতিমধ্যেই চারশোটির বেশি ক্ষেত্রের নাম নথিভুক্ত হয়েছে। এমনকি, যারা নাম নথিভুক্ত করেছেন তারা ২ লক্ষ টাকার বীমার সুবিধা পাচ্ছেন।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1758413)
आगंतुक पटल : 349