প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জাতীয় প্রতিরক্ষা কলেজের ৫৯ তম পাঠ্যক্রমের স্নাতক উত্তীর্ণদের সমাবর্তনে ভাষণ দিয়েছেন
Posted On:
25 SEP 2021 2:57PM by PIB Kolkata
নতুন দিল্লি,২৫ সেপ্টেম্বর, ২০২১
দেশের স্বার্থ সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত ও কৌশল গঠনের আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং।নতুন দিল্লিতে আজ জাতীয় প্রতিরক্ষা কলেজের ৫৯ তম পাঠ্যক্রমের স্নাতক উত্তীর্ণদের সমাবর্তনের ভাষণে একথা জানিয়েছেন তিনি।সীমান্ত সমস্যা ও সন্ত্রাস মোকাবিলায় সম্প্রতি কেন্দ্রীয় সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে বলেওমন্তব্যকরেন তিনি।
শ্রী রাজনাথ সিং জানিয়েছেন যে ভারত একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু যদি কেউ অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত হানা তার যোগ্য জবাব দিতে প্রস্তুত। “অভ্যন্তরীণ এবং বাইরে দেশের হুমকি আর সহ্য করা হবে না" বলেও তিনি জানান।শ্রী রাজনাথ সিং বলেন বালাকোট এবং গালওয়ানে দেশের সেনাবাহিনী সমস্ত আক্রমণকারীদের জন্য যোগ্য জবাব দিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আজ বিশ্ব সন্ত্রাসবাদীদের কার্যকলাপের জেরে অস্থিতিশীল প্রভাব এবং বিশেষ করে হিংসাত্মক মৌলবাদী শক্তির বিপজ্জনক অগ্রগতির সাক্ষী থেকেছে। তিনি বলেন, এখন সন্ত্রাসবাদের বিপদের বিরুদ্ধে দায়িত্বশীল দেশগুলি একত্রিত হওয়ার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। তিনি বলেন, এনডিসি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি সাধারণ বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রে এবং এর মোকাবিলা করার জন্য দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে মতামত জানাতে গিয়ে শ্রী রাজনাথ সিং বলেন, ঘটনাপ্রবাহ সকলের সামনে সময়ের বাস্তবতা তুলে ধরেছে। তিনি বলেন আফগানিস্তানের পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী এনডিসিকে সাইবার, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন এবং দ্রুত উদীয়মান ক্ষেত্রে বেশি করে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। 'পৃথিবী এক পরিবার'- এই চিন্তাভাবনা থেকে দেশে এবং বিশ্বব্যাপী হুমকি, সন্ত্রাসের মোকাবিলার জন্য এক সমন্বিত পদ্ধতি তৈরির উপর জোর দেন তিনি।শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা ক্ষেত্রে‘আত্মনির্ভরতা’ অর্জনের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। শ্রী রাজনাথ সিং এনডিসির উচ্ছ্বসিত প্রশংসা করেন।এনডিসি'র কমান্ড্যান্ট এয়ার মার্শাল দীপ্তেন্দু চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।শ্রী রাজনাথ সিংহ পাঠ্যক্রমের ৪১ জন স্নাতক উত্তীর্ণকে এম ফিল ডিগ্রি প্রদান করেন।
CG/SS
(Release ID: 1758120)
Visitor Counter : 243