কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

২০২০ সালের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল

Posted On: 24 SEP 2021 6:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২১

 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২০ সালের সিভিল সার্ভিসের  লিখিত (মেইন) পরীক্ষা নেয় চলতি বছরের জানুয়ারী মাসে । লিখিত পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে অগাস্ট-সেপ্টেম্বর মাসে ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য সাক্ষাৎ পর্ব নেওয়া হয় । এরপর মেধার ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে । উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে । মূলত – ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিস- গ্রুপ এ ও গ্রুপ বি এই চারটি বিভাগে তাদের নিয়োগ করা হবে । মোট ৭৬১ জন প্রার্থীকে এই চারটি বিভাগে নিয়োগ করার জন্য সুপারিশ করা হয়েছে । এই ৭৬১ জন প্রার্থীর মধ্যে ২৬৩ জন সাধারণ শ্রেণীর, ৮৬ জন আর্থিকভাবে দুর্বল শ্রেণীর, ২২৯ জন অনগ্রসর শ্রেণীর, ১২২ জন তপশিলী জাতি এবং ৬১ জন তপশিলী উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থী রয়েছেন । 

সিভিল সার্ভিস পরীক্ষা বিধি ২০২০-এর নিয়ম ১৬(৪) ও (৫) অনুসারে কমিশন ১৫০ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত সংরক্ষিত তালিকা তৈরি করেছে । আইএএস বিভাগে ১৮০, আইএফএস বিভাগে ৩৬, আইপিএস বিভাগে ২০০, সেন্ট্রাল সার্ভিস গ্রুপ এ –তে ৩০২ এবং গ্রুপ বি সার্ভিসে ১১৮টি শূন্যপদ পূরণ করা হবে । 

ইউপিএসসি ক্যাম্পাসে পরীক্ষা হলের কাছে একটি সুবিধা কেন্দ্র রয়েছে । উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সকাল ১০-টা থেকে বিকেল ৫-টার মধ্যে যে কোন কাজের দিন ব্যক্তিগত ভাবে সেখানে গিয়ে অথবা টেলিফোনে যোগাযোগ করতে পারেন । টেলিফোন নম্বরটি হল ২৩৩৮৫২৭১/২৩৩৮১১২৫/২৩০৯৮৫৪৩ । এছাড়াও ইউপিএসসি-র ওয়েবসাইট http//www.upsc.gov.in.  – তে ফলাফল জানা যাবে । ফলাফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যাবে । 

 

CG/SS/RAB



(Release ID: 1758037) Visitor Counter : 154