স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৮৩ কোটির মাইলফলক ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ৭১ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৭৭ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৩
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬৪০, যা দেশে মোট আক্রান্তের ০.৯০ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.১১ শতাংশ, যা গত ৯০ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 23 SEP 2021 9:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭১ লক্ষ ৩৮ হাজার ২০৫আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৮৩ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার ০৪৯-এর মাইলফলক ছাড়িয়েছে

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭০,২০৫

 

৮৭,৮৫,৮৩৪

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৪৭,৩০৯

 

,৪৬,৭১,২৪৪

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৩৩,৭৭,৭৬,২৮৯

 

,৬৯,১০,৩৪৭

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৫,৩৭,১৩,৬১০

 

,১৫,১৬,২৫০

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,০৫,৫৮৭

 

,৩৫,৯৩,৩৭৪

 

মোট

 

৮৩,৩৯,৯০,০৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৩১,৯৯০ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১।

একইভাবে, জাতীয়স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৭৭ শতাংশ। এই হার ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৮৮ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ১ হাজার ৬৪০, যা মোট আক্রান্তের ০.৯০ শতাংশ। সুস্পষ্টভাবে আক্রান্তের এই সংখ্যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বনিম্ন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৩ লক্ষ ৬৭ হাজার ০১৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.১১ শতাংশ, যা গত ৯০ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.০৯ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৪ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ১০৭ দিন ৫ শতাংশের নীচে।

 

CG/BD/DM/



(Release ID: 1757516) Visitor Counter : 182