প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এয়ার মার্শাল ভি আর চৌধুরী পরবর্তী বায়ুসেনা প্রধান নিযুক্ত হয়েছেন

Posted On: 21 SEP 2021 8:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২১

 

সরকার পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে এয়ার মার্শাল ভি আর চৌধুরী, পিভিএসএম, এভিএসএম, ভিএম- কে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে বায়ুসেনা উপপ্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন। বর্তমান বায়ু সেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ অবসর নেবেন। এয়ার মার্শাল ভি আর চৌধুরী তাঁর স্থলাভিষিক্ত হবেন।

এয়ার মার্শাল ভি আর চৌধুরী ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীতে আধিকারিক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন পদে নিযুক্ত হন।

 

CG/ SB



(Release ID: 1757150) Visitor Counter : 565


Read this release in: English , Urdu , Hindi , Punjabi