কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ২৫ বছরের পরিকল্পনার বাস্তবায়নে সিভিল সার্ভিসেস এর সঙ্গে যুক্ত আধিকারিকরা নতুন উদ্যোগ, নীতি ও কর্মসূচী রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন
Posted On:
20 SEP 2021 5:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন অভিযোগ, পেনশন, পারমানবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডা. জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ২৫ বছরের পরিকল্পনার বাস্তবায়নে সিভিল সার্ভিসেস এর সঙ্গে যুক্ত আধিকারিকরা নতুন উদ্যোগ, নীতি ও কর্মসূচী রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০১৮র এএসও প্রবেশানারসদের ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করে ডা. সিং বলেন, দেশ যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন এই সব আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একারণে ইনস্টিটিউট অফ সেক্রেটেরিয়েট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্টের পাঠক্রমগুলিকে ঢেলে সাজানো হয়েছে। মিশন কর্মযোগীর নীতি অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হয়েছে। প্রবেশানারসদের উদ্দেশে মন্ত্রী বলেন, এবারই প্রথম ভূমিকা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক পাঠক্রম তৈরি করা হয়েছে। দেশের মানুষের বিভিন্ন চাহিদা পূরণে নতুন এই পাঠক্রম সাহায্য করবে বলে মন্ত্রী আশা করেন।
এবারের ৯০০ জন প্রবেশানারদের মধ্যে ৬০ শতাংশই প্রযুক্তি ও কারিগরি বিভিন্ন বিষয়ের ছাত্রছাত্রী হওয়ায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গত ৭ বছরে জেএএম ট্রিনিটি, কৃষকদের জন্য় সয়েল হেল্থ কার্ড, শহরাঞ্চলের উন্নত পরিবহণ ব্যবস্থা, স্মার্ট সিটি, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর, ডিজিটাল ইন্ডিয়া, জাতীয় মহাসড়ক এবং নগর পরিকল্পনার মতো ক্ষেত্রে বৈজ্ঞানিক পন্থা পদ্ধতির অনুসরণ করা হচ্ছে। তাই কারিগরি বিষয়ে পড়াশোনা থাকলে এই প্রকল্পগুলি রূপায়ণে সুবিধা হবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করায় আধিকারিকদের বিজ্ঞান সম্মতভাবে কাজ করার সুযোগ হবে।
মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সচিবালয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্প ও নীতি কিভাবে রূপায়িত হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকে। নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ পাওয়ায় আধিকারিকদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সুবিধা হবে। দরিদ্র মানুষদের কল্যাণে গৃহীত নানা প্রকল্প, দেশে নিরাপত্তার দায়িত্ব পালন করা, কৃষক মহিলা ও যুব সম্প্রদায়ের স্বার্থ রক্ষিত হবে, এধরণের কাজের পরিকল্পনা করে আধিকারিকদের তা বাস্তবায়িত করতে মন্ত্রী পরামর্শ দিয়েছেন।
CG/CB/SFS
(Release ID: 1756759)
Visitor Counter : 190