নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় মহিলা কমিশন দেশব্যাপী মহিলা শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশ মূলক কর্মসূচি চালু করেছে

Posted On: 20 SEP 2021 2:52PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  সেপ্টেম্বর, ২০২১

 

নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার উদ্দেশ্য জাতীয় মহিলা কমিশন দেশব্যাপী স্নাতক ও স্নাতকোত্তর মহিলা শিক্ষার্থীদের জন্য দক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তিত্ব উন্নয়ন মূলক কর্মসূচি চালু করেছে। কেন্দ্র এবং রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতায় কমিশন ব্যক্তিত্বের দক্ষতা গঠন, পেশাদারি জীবনে দক্ষতার বিকাশ ও ডিজিটাল স্বাক্ষরতা বিষয়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছে। সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহারের মাধ্যমে চাকরি জগতে প্রবেশের জন্য মহিলাদের প্রস্তুত করতে বিশেষ সভারও আয়োজন করা হয়েছে। 

জাতীয় মহিলা কমিশন আজ হরিয়ানার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি রেখা শর্মা এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে আরও বেশি করে মহিলা নেতৃত্বের প্রয়োজন। জাতীয় মহিলা কমিশনে চালু করা এই কার্যক্রমে মহিলারা অন্তর্ভুক্ত হলে আরও ভালো নেতৃ্ত্বদানে দক্ষতা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে মহিলাদের প্রস্তুত করা হবে বলেও তিনি জানান। শ্রীমতি শর্মা আরও বলেন, নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাদের ক্ষমতায়ণের লক্ষ্যে আরও এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে বলেও শ্রীমতি শর্মা জানান। তিনি বলেন, জাতীয় মহিলা কমিশনের চালু করা এই কার্যক্রমগুলির মাধ্যমে মহিলা শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেকোন সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত হতে পারেন। 

জাতীয় মহিলা কমিশনের চালু করা এই কার্যক্রমে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এবং দক্ষতা বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই কার্যক্রমে তিনটি বিভাগ থাকছে। ব্যক্তিগত দক্ষতা গঠন, পেশাদারি জীবনে দক্ষতার বিকাশ ও ডিজিটাল স্বাক্ষরতা এবং সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহার। এই তিনটি বিষয়ে প্রশিক্ষণের শেষে শিক্ষার্থীরা MyGov-এর মাধ্যমে একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে তাদের পরীক্ষা নেওয়া হবে। ক্যুইজ শেষের পর সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে। শীর্ষ ২৫ জন অংশগ্রহণকারীকে জাতীয় মহিলা কমিশন, MyGov এবং প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। 

 

CG/SS/NS


(Release ID: 1756573) Visitor Counter : 214