খনিমন্ত্রক
রাজস্থানের জয়শলমীরে জুরাসিক যুগের হাইবোডোন্ট হাঙরের দেহাবশেষ পাওয়া গেছে
प्रविष्टि तिथि:
15 SEP 2021 4:35PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ সেপ্টেম্বর, ২০২১
রাজস্থানের জয়শলমীরে প্রথমবারের মতো জুরাসিক যুগের হাইবোডোন্ট হাঙরের দেহাবশেষ পাওয়া গেছে। ভারতের ভূবৈজ্ঞানিক সর্বেক্ষনের কৃষ্ণ কুমার, প্রজ্ঞা পান্ডে, ত্রিপর্ণা ঘোষ ও দেবাশীষ ভট্টাচার্য এই প্রজাতির হাঙরের দাঁত জয়শলমীর থেকে খুঁজে পেয়েছেন। প্রাণীবিদ্যার ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী কৃষ্ণ কুমার বলেন, এই প্রথমবার রাজস্থানের জয়শলমীর এলাকায় জুরাসিক যুগের পাথর থেকে হাইবোডোন্ট হাঙরের দেহাবশেষ পাওয়া গেল। ট্রাইয়াসিক যুগে এবং পরবর্তীতে জুরাসিক যুগের প্রথম দিকে সমুদ্রে এই হাঙরের দেখা মিলত। ৬ কোটি ৫০ লক্ষ বছর আগে ক্রেটাসিয়াস যুগে হাইবোডোন্ট প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। জয়শলমীরে এই প্রজাতির হাঙরের দাঁত পাওয়ায় গবেষণার নতুন দিক উন্মোচিত হল। এর আগে জাপান এবং থাইল্যান্ডে হাইবোডোন্ট দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এশিয়া মহাদেশে, জয়শলমীর হল তৃতীয় জায়গা যেখানে এই প্রজাতির হাঙরের দাঁত পাওয়া গেল।
ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণ ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। ভূবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন গবেষণায় এই সংস্থা আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। এর সদর দপ্তর কলকাতায়।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1755219)
आगंतुक पटल : 250