প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সেনাপ্রধানদের কনক্লেভ-এর অষ্টম সংস্করণ ১৬ সেপ্টেম্বর, ২০২১ থেকে শুরু হবে

प्रविष्टि तिथि: 15 SEP 2021 3:13PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৫ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতীয় সেনা প্রধানদের কনক্লেভ-এর অষ্টম সংস্করণ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর সেনা প্রধানদের এবং প্রাক্তন সেনা প্রধানদের সমাবেশ ১৬ সেপ্টেম্বর,২০২১ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে। যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। তিন দিনের এই সমাবেশে নেপাল সেনাবাহিনীর প্রাক্তন প্রধান, যারা ভারতীয় সেনাবাহিনীতে সম্মানিত প্রধান ছিলেন তাঁদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই কনক্লেভ হচ্ছে প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং ভারতীয় সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বের মধ্যে ভাব বিনিময়ের একটি ফোরাম। এই ফোরামে ভারতীয় সেনাবাহিনীর দ্রুত রূপান্তর ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে স্বনির্ভর হয়ে ওঠা এবং মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা উৎপাদন ও দক্ষতার ক্ষেত্রে উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা ১৬ সেপ্টেম্বর জাতীয় সমর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের সময় সেনাবাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি, ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি মত বিনিময় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সেখানে সেনাপ্রধানরা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন সোসাইটির সদস্যদের সঙ্গেও ভারতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম সম্পর্কে আলোচনা করবেন।

টোকিওতে সম্প্রতি আয়োজিত অলিম্পিক গেমসে দেশের জন্য সম্মান অর্জনকারী সৈনিকদের সঙ্গেও সেনাপ্রধানরা দেখা করবেন বলে স্থির রয়েছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1755207) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil