স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭১ কোটি ৬৫ লক্ষ ছাড়িয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪৮ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪, যা দেশে মোট আক্রান্তের ১.১৯ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৪৩ শতাংশ, যা গত ৭৬ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 09 SEP 2021 9:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭১ কোটি ৬৫ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ৮৬ লক্ষ ৫১ হাজার ৭০১টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৬২,২৫০

 

৮৫,৩৮,৩৩৪

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৩৪,০২৯

 

,৩৭,৯৮,২৬৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২৮,৬৪,৫১,৭৩৯

 

,৮৭,১৩,৯৪০

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৪,০৩,০০,৪২২

 

,০৫,১১,০৮৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,১৪,৪৮,৫৬৬

 

,৮১,৩৮,৭৯৯

 

মোট

 

৭১,৬৫,৯৭,৪২৮

কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪০ হাজার ৫৬৭। মহামারী শুরুর সময় থেকে দেশে এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮।

একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৪৮ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৭৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪, যা মোট আক্রান্তের ১.১৯ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ১৭ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে টিকাকরণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬৮ লক্ষ ১৭ হাজার ২৪৩।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.৪৩ শতাংশ, যা গত ৭৬ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার কমে হয়েছে ২.৩৮ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ১০ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ৯৪ দিন ৫ শতাংশের নীচে।

 

CG/SS/SB



(Release ID: 1753656) Visitor Counter : 158