জাহাজচলাচলমন্ত্রক

জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট কন্টেইনার ট্রাফিকে ২৮.৪৫% বৃদ্ধি রেকর্ড করেছে;আগস্ট-২০২১-এ ৪৫৩,১০৫ টিউস হ্যান্ডেলিং করেছে

Posted On: 08 SEP 2021 10:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২১

 

জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, জেএনপি টি, দেশের প্রধান কন্টেইনার হ্যান্ডলিং বন্দর গুলির মধ্যে অন্যতম। কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে এই বন্দরের ব্যাপক উন্নয়ন ঘটেছে। চলতি বছরের আগস্ট মাসে ৪৫৩,১০৫  টিউস হ্যান্ডলিং রেকর্ড করা হয়েছে। যা গতবছরের এই একই মাসের তুলনায় ২৮.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে এর পরিমাণ ছিল ৩৫২,৭৩৫ টিউস।

জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট-এ ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ৫ মাসে কন্টেইনার ট্রাফিক হ্যান্ডেল হয়েছে ২,২৫০,৯৪৩ টিউস। যা গত বছরের একই সময়ে তুলনায় ৪৫.৭০ শতাংশ বেশি। এই পোর্ট ট্রাস্টের মাধ্যমে ট্রাফিক ২০২১-২২-এর প্রথম পাঁচ মাসে ৩০.৪৫ মিলিয়ন টন ছিল।

জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট ২০২১-এর আগস্ট পর্যন্ত ৫০০ রেক থেকে ৭৯,৫৮৩ টিউস ট্রাফিক হ্যান্ডলিং করেছিল।

গত একমাসে অন্যান্য উদ্যোগের মধ্যে এই পোর্ট ট্রাস্ট ৯ টি বৈদ্যুতিন যানবাহন মোতায়েন করেছে। বন্দরের কার্যকারী এলাকায় একটি স্থায়ী চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি, বায়োগ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এই পোর্ট ট্রাস্টের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট এর মাধ্যমে পরিচালিত হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1753329) Visitor Counter : 114