স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        কোভিড -১৯ টিকাকরণের  প্রাপ্যতা সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিস্থিতি
                    
                    
                        রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৬৯ কোটি ৫১ লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে এখনও ৫.৩১ কোটি টিকার ডোজ রয়েছে এবং ৭৮ লক্ষ সরবরাহ করা হচ্ছে
                    
                
                
                    प्रविष्टि तिथि:
                07 SEP 2021 9:26AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টিকা সরবরাহ করা অব্যাহত রেখেছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরো বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্র ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬৯ কোটি ৫১ লক্ষ (৬৯,৫১,৭৯,৯৬৫) টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। এছাড়াও ৭৭ লক্ষ ৯৩ হাজার ৩৬০ টি ডোজ সরবরাহ করা হচ্ছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৫,৩১,১৫,৬১০ টি টিকার ডোজ রয়েছে।
 
CG/SB
                
                
                
                
                
                (रिलीज़ आईडी: 1752933)
                	आगंतुक पटल  : 226