কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু সারাদেশের জন্য একটি সমন্বিত শিক্ষা মডেল হিসেবে পরিচিত হয়েছে

Posted On: 28 AUG 2021 7:41PM by PIB Kolkata

নতুন দিল্লি২৮ আগষ্ট২০২১

 

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ জানিয়েছেন যেজম্মুতে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একে অপরের কাছাকাছি এসে বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের মাধ্যমে একটি স্বতন্ত্র  সুসংহত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চলেছে। যা দেশে মডেল হিসেবে পরিগণিত হবে।

আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছেঅল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসজম্মুইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিজম্মুইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টজম্মু এবং জম্মু বিশ্ববিদ্যালয়।

কেন্দ্রীয় মন্ত্রী একে যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করে বলেছেনএকটি বিরল ঘটনার উত্থান যা একই প্লাটফর্মে চিকিৎসা বিজ্ঞানইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং ব্যবস্থাপনা দক্ষতাকে একত্রিত করবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রকাশিত জম্মু  কাশ্মীরের জন্য নতুন শিল্পনীতি কথা উল্লেখ করে ডক্টর সিং বলেনআগামী ৩১ আগষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরের শিল্প উন্নয়নের জন্য "নতুন কেন্দ্রীয় প্রকল্প"-এর অধীনে ইউনিট গুলি নিবন্ধীকরণের জন্য একটি ওয়েব পোর্টাল চালু করবেন।

 

CG/ SB


(Release ID: 1750120) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Punjabi