সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
সরকার নির্বিঘ্নে যানবাহন স্থানান্তরের সুবিধার্থে নতুন গাড়ির জন্য "ভারত সিরিজ(বিএইচ- সিরিজ)" একটি নতুন নিবন্ধীকরণ চিহ্ন চালু করেছে
Posted On:
28 AUG 2021 8:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ আগস্ট, ২০২১
কেন্দ্রীয় সরকার নাগরিকদের চলাফেরার সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যানবাহন নিবন্ধীকরণের জন্য একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা তারই একটি অঙ্গ। তবে, কোন যানবাহন এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুনরায় নিবন্ধীকরণ ব্যবস্থা যথেষ্ট উদ্বেগজনক ছিল।
এবার থেকে নতুন গাড়ির জন্য "ভারত সিরিজ" বা বিএইচ সিরিজ-এর ক্ষেত্রে যে নতুন নিবন্ধীকরণ চিহ্ন বরাদ্দ করা হবে, সেই সব গাড়িগুলি অন্য রাজ্যে গেল আর নিবন্ধীকরণ স্থানান্তরকরণের প্রয়োজন হবে না। এই প্রকল্পটি নতুন রাজ্যে স্থানান্তরের পর ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অবাধ চলাচলকে সহজ করবে।
CG/ SB
(Release ID: 1750118)
Visitor Counter : 268