স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বিপর্যয়,জলবায়ু এবং স্বাস্থ্য স্থিতিস্থাপকতা বিষয়ক ইউএনইএসসিএপির মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক আলোচনা সিরিজ ২০২১ এ যোগ দিয়েছেন

শ্রী রাই বলেন,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমগ্র বিশ্বের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে বিশ্বাসী
কোভিড-19 অতিমারী নিয়ন্ত্রণহীন বিপর্যয়ের চেহারা দেখিয়েছে পাশাপাশি এর প্রভাব ধাপে ধাপে দ্রুত প্রকাশ পেয়েছে
এই বছরের মার্চ মাসে আইসিডিআরআই তে প্রধানমন্ত্রী মোদী গ্লোবাল ইকো সিস্টেম গঠনের প্রযোজনীয়তার কথা তুলে ধরেন
গত ৬ বছরের বেশি সময়কাল ধরে ভারত,সার্ক,বিমস্টেক,সাংহাই সহযোগিতা সংস্থা,ইন্ডিয়ান ওসান রিম এসোসিয়েশান সহ বিভিন্ন মঞ্চের সঙ্গে আঞ্চলিক সহযোগিতায় বিপর্যয় মোকাবিলায় কাজ করে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান

Posted On: 25 AUG 2021 4:14PM by PIB Kolkata

নতুন দিল্লী,২৫ শে অগাস্ট,২০২১



কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বিপর্যয়,জলবায়ু এবং স্বাস্থ্য বিষয়ক ইউএনইএসসিএপির মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক আলোচনা সিরিজ ২০২১ এ যোগ দেন।আলোচনা সভায় যোগ দেন অস্ট্রেলিয়া,চীন,ইন্দোনেশিয়া,জাপান,মালদ্বীপ,পাপুয়া নিউ গিনি এবং থাইল্যান্ডের মন্ত্রীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই তাঁর ভাষণে বলেন  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমগ্র বিশ্বের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে বিশ্বাসী। আমরা এখন কোভিড অতিমারীর বিপর্যয়ের মাঝামাঝি সময়ে রয়েছি।এর সঙ্গে যোগ হয়েছ ঘুর্নিঝড়,বন্যা,ভুমিধসের মতন প্রাকৃতিক বিপর্যয়ের সমস্যা। এর ফলে প্রান্তিক মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান, কোভিড-19 অতিমারী নিয়ন্ত্রণহীন বিপর্যয়ের চেহারা আমাদের দেখিয়েছে পাশাপাশি এর প্রভাব ধাপে ধাপে দ্রুত প্রকাশ পেয়েছে।
কোভিড সঙ্কট মোকাবিলার অভিজ্ঞতা ব্যাখ্যা করে শ্রী রাই বলেন গোটা বিশ্বের এই সঙ্কটে ভারত আন্তর্জাতিক সহযোগিতার কথা বলে এসেছে,এখনও আন্তর্জাতিক সমাজের সঙ্গে একত্রে কাজ করে চলেছে।
তিনি বলেন,২০১৬ সালের নভেম্বর মাসে বিপর্যয় ঝুঁকি হ্রাস বিষয়ে এশিয়ার মন্ত্রীদের আলোচনা সভায়,ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ,১০টি  বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেন।
সব ধরনের বিপর্যয় ঝুঁকি ব্যবস্থাপনা ক্ষেত্রে ভারত আনুমান করে আর্থিক বিনিয়োগ করে থাকে।এর দরুন বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি,ত্রাণ ও উদ্ধার এবং পুনর্গঠনে তা চাহিদা অনুযায়ী  ব্যবহার করা হয়ে থাকে।
২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী ,বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় স্থিতিশীল পরিকাঠামো গঠনের কথা ঘোষনা করেন।
চলতি বছরের মার্চ মাসে আইসিডিআরআই তে প্রধানমন্ত্রী শ্রী মোদী গ্লোবাল ইকো সিস্টেম গঠনের প্রযোজনীয়তার কথা তুলে ধরেন ।প্রধানমন্ত্রী বলেন,পরিকাঠামো গড়ে তুলতে হবে দীর্ঘকালীন মেয়াদে।এই পরিকাঠামো যদি স্থিতিশীল হয়,তা শুধুমাত্র বিপর্যয় থেকে আমাদের রক্ষা করবে তা নয় আগামী কয়েক প্রজন্মকেও রক্ষা করবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,কোভিড অতিমারী আমাদের শিক্ষা দিয়েছে কি ভাবে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করতে হয়,কি ধরনের পদক্ষেপ বা কি পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন,ইউএনইএসসিএপি এবং রাষ্ট্রসংঘের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক স্বাস্থ্য নজরদারি চালানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিষয়ে উল্লেখ করে শ্রী রাই বলেন, ভারত গত ৬ বছরের বেশি সময়কাল ধরে ভারত,সার্ক,বিমস্টেক,সাংহাই সহযোগিতা সংস্থা,ইন্ডিয়ান ওসান রিম  এসোসিয়েশান সহ বিভিন্ন মঞ্চের সঙ্গে আঞ্চলিক সহযোগিতায় বিপর্যয় মোকাবিলায় কাজ করে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান ।দক্ষিণ এশিয়া অঞ্চলে ঘুর্নিঝড় বা উপকূলবর্তী সমস্যা মোকাবিলায় ভারতের আবহাওয়া দফতর বিশেষ ভূমিকা পালন করে থাকে।
জলবায়ু পরিবর্তনের দরুন এশিয়া অঞ্চলে ভারত সবথেকে ক্ষতিগ্রস্থ হবে বলে ইউএনইএসসিএপি যে রিপোর্ট প্রকাশ করেছে তার উল্লেখ করে মন্ত্রী বলেন,এর জন্য ভারতে এক বছর ৫০ বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রুটিহীন উৎপাদন অর্থাৎ যা পরিবেশে কোনো প্রভাব ফেলবেনা,এমন ব্যবস্থাপনার কথা ঘোষনা করেছেন।
 

CG/PPM



(Release ID: 1749059) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Punjabi , Tamil