গ্রামোন্নয়নমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার আওতায় সারা দেশে ১ হাজার ১৮৩টি মোবিলাইজেশন ক্যাম্প আয়োজিত
प्रविष्टि तिथि:
22 AUG 2021 12:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ আগস্ট, ২০২১
ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গত ১৩-১৯ আগস্ট পর্যন্ত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার (ডিডিইউ-জিকেওয়াই) আওতায় সারা দেশে প্রায় ১ হাজার ১৮৩টি মোবিলাইজেশন ক্যাম্প বা সমাবেশ শিবির আয়োজন করা হয়। রাজ্য গ্রামীণ জীবন-জীবিকা মিশন, রাজ্য দক্ষতা মিশন এবং বিভিন্ন প্রকল্প রূপায়ণকারী সংস্থার সম্মিলিত প্রয়াসে এই শিবিরকে সার্বিক ভাবে সাফল্যমন্ডিত করে তোলার চেষ্টা করা হয়।
সারা দেশে ৩৭১টি বেশি রূপায়ণকারী সংস্থা সাফল্যের সঙ্গে আলোচ্য সপ্তাহে ৮৩ হাজার ৭৯৫ জন ব্যক্তিকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিবিরগুলিতে না কেবল কর্মসূচি সম্পর্কে জানার ব্যাপারে অংশগ্রহণকারীরা আগ্রহ দেখিয়েছে, সেই সঙ্গে আসন্ন প্রশিক্ষণ শিবিরে ৭৫ হাজার ৬৬০ জন নাম নথিভুক্ত করেছেন। যাবতীয় কোভিড সুরক্ষা বিধি মেনে প্রকল্প রূপায়ণকারী সংস্থাগুলি ভার্চুয়াল পদ্ধতিতে এবং হাতে-কলমে বিভিন্ন শিবির আয়োজন করে।
উল্লেখ করা যেতে পারে, ২০১৪-র ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার সূচনা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তহবিল সহায়তা পুষ্ট কর্মোপযোগী এই দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্যই হল, গ্রামাঞ্চলের দরিদ্র যুবাদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মজুরি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনাটি এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ৭০ শতাংশ প্রশিক্ষিত প্রার্থী নিশ্চিত ভাবে কাজের সুযোগ পেতে পারেন।
দেশে ২৭টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে দরিদ্র যুবাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনাটি রূপায়িত হচ্ছে। সারা দেশে ৮৭১টির বেশি প্রকল্প রূপায়ণকারী সংস্থার সাহায্যে ২ হাজার ৩৮১টি প্রশিক্ষণ কেন্দ্রে নথিভুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মসূচিতে ১০ লক্ষ ৯৪ হাজার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে, গত ৩১ জুলাই পর্যন্ত ৭ লক্ষ ৭ হাজার যুবক-যুবতী কাজের সুযোগ পেয়েছেন।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1748058)
आगंतुक पटल : 320