প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এঝিমালায় ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমিতে ‘দিল্লি সিরিজ’ সামুদ্রিক শক্তি ওয়েবিনার ২০২১ আয়োজিত হবে

Posted On: 21 AUG 2021 10:49AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২১শে আগস্ট, ২০২১

এঝিমালায় ইন্ডিয়ান ন্যাভাল আকাডেমিতে আগামী ১১ ও ১২ই অক্টোবর অষ্টম বার্ষিক ‘দিল্লি সিরিজ’ সামুদ্রিক শক্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছর সম্মেলন ওয়েবিনারের মাধ্যমে আয়োজিত হবে। জনপ্রিয় স্যোসাল মিডিয়ায় এটি দেখা যাবে। এ বছরের সম্মেলনের মূল ভাবনা “ ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্র যাত্রার ইতিহাস।“ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ বাহিনীর প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুন প্রকাশ।
এ বছরের ওয়েবিনারের মাধ্যমে ক্যাডেটরা ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র যাত্রার ইতিহাসের তিনটি অধ্যায় জানতে পারবেন। এগুলি হলঃ- প্রাচীন যুগে সমুদ্র যাত্রার ইতিকথা এবং এ যুগে তার প্রাসঙ্গিকতা, ১৫ থেকে ১৯ শতকে ভারতীয় সমুদ্র যাত্রার ইতিহাস এবং এর পরে একবিংশ শতাব্দিতে তার প্রভাব আর বৃটিশ যুগ থেকে স্বাধীনতার পরবর্তী সময়কালে ভারতের সমুদ্রযাত্রার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। ওয়েবিনারে “ ভারতীয় নৌবাহিনীর ৭৫ বছরের সফর “ শীর্ষক একটি প্যানেল আলোচনায় সমুদ্র যাত্রার ইতিহাসের বিশেষজ্ঞরা নানান তথ্য জানাবেন।

CG/CB


(Release ID: 1747859) Visitor Counter : 156