বিদ্যুৎমন্ত্রক
শক্তি সাশ্রয়কারী শংসাপত্রের অনলাইন বিক্রির জন্য কেন্দ্রীয় সরকার একটি শক্তিশালী প্রক্রিয়া তৈরি করেছে
Posted On:
19 AUG 2021 5:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ অগাস্ট, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক দেশের সেরা সঞ্চয়কারী শিল্প সংস্থাগুলিকে ‘শক্তি সাশ্রয়কারী শংসাপত্র’ প্রদান করেছে । ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে বিদ্যুৎ মন্ত্রক বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী অলোক কুমার ৩৪৯টি শিল্প সংস্থাকে ৫৭ লক্ষেরও বেশি 'শক্তি সাশ্রয়কারী শংসাপত্র' প্রদান করেছেন । এই সংস্থাগুলি নির্ধারিত লক্ষ্যের চেয়েও বেশি শক্তি সাশ্রয় করেছে । ১ মাস পরে এই শিল্প সংস্থাগুলি পাওয়ার এক্সচেঞ্জ পোর্টালের মাধ্যমে যেসব ইউনিট তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাদের শংসাপত্র বিক্রি করতে পারবে ।
সমাবেশের ভাষণে শ্রী অলোক কুমার জানান, এই উদ্যোগ দেশকে শক্তি ক্ষেত্রে বহু দূর এগিয়ে নিয়ে যাবে এবং এটি বিশ্বের কাছে একটি মডেল হিসেবে উঠে আসবে । শ্রী কুমার জানান, জি-২০ সদস্য দেশগুলির মধ্যে ভারতই একমাত্র দেশ যে প্যারিস চুক্তি অনুসারে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি নীচে নামিয়ে নিয়ে আসার পথে হাঁটতে পেরেছে । তিনি ইস্পাত, সিমেন্ট, সার, শোধনাগার এবং অন্যান্য ক্ষেত্রের বৃহৎ শিল্পের প্রধান কার্যনির্বাহীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন । অনুষ্ঠানে উপস্থিত শিল্প সংস্থার প্রধানেরা বিদ্যুৎ মন্ত্রকের প্রয়াসে উচ্ছ্বসিত প্রশংসা করেন । আগামী দিনে শিল্পক্ষেত্রকে পরিচ্ছন্ন ও দক্ষ করে তোলার জন্য সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাসও দেন তারা ।
বিদ্যুৎ মন্ত্রক শিল্পক্ষেত্রের জন্য জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধিতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে । এর মূল উদ্দেশ্যই হল জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার হ্রাস করা । এতে ভারতে জ্বালানি নিরাপত্তা শুধুমাত্র সুনিশ্চিতই হবে না, প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্যে পূরণ সম্ভব হবে।ইতিমধ্যেই মন্ত্রক 'পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড'(পিএটি) নামে পরিচিত একটি জলকল্যাণমুখী উদ্যোগও গ্রহণ করেছে । এর আওতায় ১১টি ক্ষেত্র থেকে ৬২১টি বৃহৎ শিল্প সংস্থাকে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য ‘আজাদি কা অমৃত মহোৎসব’ দেশের স্বাধীনতার ৭৫-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে উদযাপন করা হচ্ছে । চলতি বছরের ১৫ অগাস্ট থেকে আগামী ৭৫ সপ্তাহ ধরে এই উৎসব উদযাপন করা হবে । এই সময়সীমায় ১৯৪৭ সাল থেকে এপর্যন্ত দেশের অর্জিত সাফল্যগুলি তুলে ধরা হচ্ছে ।
CG/SS/RAB
(Release ID: 1747457)
Visitor Counter : 290