প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ ৫.০ –এর সূচনা করবেন

Posted On: 18 AUG 2021 3:55PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৮ আগস্ট, ২০২১

 

ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ ১.০ চালু হওয়ার তিন বছর পর প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার জন্য উদ্ভাবন (আইডিইএক্স), প্রতিরক্ষা উদ্ভাবনী সংস্থা আগামী ১৯ আগস্ট নতুন দিল্লিতে ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ ৫.০ –এর সূচনা করবে। আইডিইএক্স প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নে বিভিন্ন সংস্থার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা দিয়েছে। আইডিইএক্স প্রতিরক্ষা উদ্ভাবনী ক্ষেত্রে নতুন দক্ষতার বিকাশে দেশের শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণা প্রতিভাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে। 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আগামীকাল এই ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ ৫.০ –এর উদ্বোধন করবেন। পঞ্চম পর্যায়ের এই স্টার্টআপ চ্যালেঞ্জে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা চালানো হবে। পাশাপাশি সামরিক যুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ সাধনের দিক নিয়েও আলোকপাত করা হবে। এই স্টার্টআপ চ্যালেঞ্জ ভারতে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, সরঞ্জামের নক্সা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক ২০২১ – ২২ অর্থ বর্ষে আইডিইএক্স-এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী, আগামী ৫ বছরের জন্য প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে ৩০০টিরও বেশি স্টার্টআপ ও উদীয়মান উদ্ভাবনী সংস্থার বিকাশসাধনে ৪৯৮.৮ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছেন। এই ঘোষণা তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনের বিষয়ে উৎসাহিত করে তুলবে। পাশাপাশি দেশের অর্থনীতিকে ২০২৫ সালের মধ্যে ৫ লক্ষ কোটি টাকায় পরিণত করতে প্রতিরক্ষা ক্ষেত্র বিশেষভাবে সাহায্য করবে।

 

CG/SS/SKD/


(Release ID: 1747340) Visitor Counter : 201