উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
পার্সি নববর্ষ, নভরোজ-এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপ রাষ্ট্রপতির
प्रविष्टि तिथि:
15 AUG 2021 3:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ আগস্ট, ২০২১
পার্সি নববর্ষ, নভরোজ-এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু।এক বার্তায় উপ রাষ্ট্রপতি বলেছেন-
“পার্সি নববর্ষ ‘ নভরোজ ’এর শুভ অনুষ্ঠানের সূচনা উপলক্ষে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই।
মহান ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে উদযাপিত নভরোজ সকলের জন্য ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এবং শ্রদ্ধার প্রতীক। পার্সি সম্প্রদায় আমাদের দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নভরোজ উৎসব হল বন্ধু এবং পরিবারের কাছে আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মাধ্যমে এক অনুষ্ঠান উদযাপন। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং কোভিড সুরক্ষা বিধি মেনে নওরোজ উৎসব উদযাপন করেন।
আগামী বছর আমাদের সকলের জীবনে সৌহার্দ্য,সুখ,সমৃদ্ধি নিয়ে আসুক। সকলের জন্য নভরোজের শুভেচ্ছা। ”
CG/SS
(रिलीज़ आईडी: 1746182)
आगंतुक पटल : 227