শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রম পুরস্কার ঘোষিত
মোট পুরস্কার প্রাপকদের মধ্যে ৪৯ জন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ২০ জন বেসরকারি সংস্থার কর্মী রয়েছেন
Posted On:
12 AUG 2021 6:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ আগস্ট, ২০২১
ভারত সরকার আজ প্রধানমন্ত্রীর শ্রম পুরস্কার- ২০১৮'র কথা ঘোষণা করেছেন। মোট ৬৯ জন পুরস্কার প্রাপক রয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন রয়েছে তেমনি বেসরকারি সংস্থার কর্মীরা রয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন সংস্থা ছাড়াও বেসরকারি মালিকাধীন সংস্থা যেখানে ৫০০ ও তার বেশি শ্রমিক- কর্মচারী রয়েছেন, তাঁদের কর্মদক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা, উৎপাদনশীলতার ক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যতিক্রমী সাহস ও উপস্থিত বুদ্ধির কথা বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হয়।
এবছর মূলত তিনটি পর্যায়ে প্রধানমন্ত্রী শ্রম পুরস্কার প্রদান করা হচ্ছে। এর একটি হচ্ছে শ্রমো ভূষণ পুরস্কার। যার নগদ অর্থ এক লক্ষ টাকা। আরেকটি হচ্ছে শ্রম বীর অথবা বীরঙ্গনা পুরস্কার। জান নগদ অর্থ ৬০ হাজার টাকা। অন্যটি হচ্ছে, শ্রম শ্রী অথবা শ্রম দেবী পুরস্কার। যার নগদ অর্থ ৪০ হাজার টাকা।
২০১৮ সালের জন্য চারজনকে শ্রম ভূষণ, ১২ জনকে শ্রম বীর অথবা শ্রম বীরাঙ্গনা এবং ১৭ জনকে শ্রম শ্রী অথবা শ্রম দেবী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
অর্থাৎ মোট শ্রম পুরস্কারের সংখ্যা ৩৩। এই পুরস্কার গুলি প্রাপকের সংখ্যা মোট ৬৯। কেননা কয়েকটি ক্ষেত্রে পুরস্কার যুগ্মভাবে বা দলগতভাবে দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে ৪৯ জন কর্মীকে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে এবং ২০ জন কর্মীকে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে মনোনীত করা হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে ৮ জন মহিলা রয়েছেন।
CG/ SB
(Release ID: 1745461)
Visitor Counter : 223