সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
দেশজুড়ে বৃদ্ধাবাস
Posted On:
11 AUG 2021 3:55PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ আগস্ট, ২০২১
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক দেশজুড়ে ৫৫১টি বৃদ্ধাবাস বা কন্টিনিউয়াস কেয়ার হোমের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। অটল বয়ো অভ্যুদয় যোজনার আওতায় প্রবীণ নাগরিকদের জন্য সুসংহত কর্মসূচির অঙ্গ হিসেবে এই হোমগুলিতে সরকার সাহায্য করে। এই প্রকল্প অনুযায়ী সংশ্লিষ্ট হোমগুলির বাসিন্দাদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।
অটল বয়ো অভ্যুদয় যোজনার আওতায় পশ্চিমবঙ্গে ২৬টি, ত্রিপুরায় ৩টি এবং আসামে ৪০টি বৃদ্ধাবাসকে সাহায্য করা হয়।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
CG/CB /NS
(Release ID: 1744963)
Visitor Counter : 153