সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

সংখ্যালঘুর প্রকৃত সংজ্ঞা

Posted On: 09 AUG 2021 3:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ আগস্ট, ২০২১

 

সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন আইন,১৯৯২-এর ২(সি) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সংস্থা গুলির সাথে পরামর্শ করে সংখ্যালঘুর সংজ্ঞা কী হবে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে‌। মূলত ছটি গোষ্ঠীকে সংখ্যালঘু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, খ্রিষ্টান, শিখ, মুসলিম, বুদ্ধিস্ট, পার্সি এবং জৈন।

একটি রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে নির্দিষ্ট কোন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যই তা বিবেচনা করবে।

ভারতীয় সংবিধানের ২৯ এবং ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষার বিধান রয়েছে। যার মধ্যে ভাষাগত সংখ্যালঘুও রয়েছে। ভাষাগত সংখ্যালঘুদের জন্য ভাষাগত সংখ্যালঘু কমিশনার -এর সংজ্ঞা অনুযায়ী, ভাষাগত সংখ্যালঘুরা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে বসবাসকারী গোষ্ঠী যাদের নিজস্ব কোনো ভাষা বা লিপি আছে। সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখিত বাইশটি ভাষার মধ্যে একটি নাও হতে পারে।

আবার অন্য কথায়, রাজ্যস্তরে ভাষাগত সংখ্যালঘুদের অর্থ এমন কোনো গোষ্ঠী বা জনগোষ্ঠী যাদের মাতৃভাষা রাজ্যের প্রধান ভাষা থেকে আলাদা। ভাষাগত সংখ্যালঘু নেতাই সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চিহ্নিত করা হয়। ভাষাগত সংখ্যালঘু কমিশনার-এর ৫২- তম রিপোর্ট অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক বিস্তৃত হবে ভাষাগত প্রোফাইল পাওয়া যায়। ভাষাগত সংখ্যালঘুদের কমিশনার-এর অফিসকে দেশের ভাষাগত সংখ্যালঘু দের জন্য প্রদত্ত সুরক্ষা সম্পর্কিত সমস্ত বিষয়ে তদন্ত করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন আইন-১৯৯২ প্রণয়ন করেছে। কোন অভিযোগ পেলে কমিশন তা খতিয়ে দেখে তার নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নকভি এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB


(Release ID: 1744267) Visitor Counter : 7526


Read this release in: English , Urdu , Punjabi