আয়ুষ

এআইআইএ-তে বিশ্বের প্রথম আয়ুর্বেদ বায়ো ব্যাঙ্ক গড়ে তুলতে আয়ুষ মন্ত্রীর সব ধরণের সহায়তার আশ্বাস

Posted On: 08 AUG 2021 4:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এবং দপ্তরের প্রতিমন্ত্রী ড. মুনজাপাড়া মহেন্দ্রভাই আজ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এআইআইএ) ঘুরে দেখেন এবং মাল্টি পারপাস যোগ হল ও মিনি অডিটোরিয়াম উদ্বোধন করেন। উভয়ই এআইআইএ –এর কাজের প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।  

তারা এআইআইএ –এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। শ্রী সোনোয়াল সংস্থার নির্দেশক অধ্যাপক ডাক্তার তনুজা নেশারিকে পরামর্শ দেন,  শুধুমাত্র বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাকে গুরুত্ব দিলে হবে না, গবেষণাগুলির সুফল যাতে মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। ডাক্তার মহেন্দ্রভাই আরো সুসংহত ও সর্বাঙ্গীন চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব দিতে বলেছেন। মন্ত্রীরা এআইআইএ –এর শিশুদের  ও চোখের জন্য পঞ্চকর্ম চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেন। শ্রী সোনোয়াল ব্লাডব্যাঙ্ক ঘুরে দেখার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় এ ধরণের বিভিন্ন অসুখ এবং লিউকোমিয়া নিয়ে গবেষণার উপর জোর দেওয়ার পরামর্শ দেন। ফারমোকোলজি পরীক্ষাগারে তিনি আয়ুর্বেদ ওষুধের গুণমান বাড়ানোর জন্য উদ্যোগী হতে বলেছেন। মন্ত্রীদ্বয় এআইআইএ –তে আয়ুর্বেদিক ওষুধের ধোঁয়া নেওয়ার মাধ্যমে চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেন। মাল্টিপারপাস যোগ হলের উদ্বোধনের পর শ্রী সোনোয়াল ছাত্রছাত্রীদের কিছু শক্ত যোগাসন করে দেখাতে বলেন এবং পরে তাদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন।  

কোভিডের সময়কালে এআইআইএ যে সব গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, তার উপর নির্মিত  স্বল্প দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র মন্ত্রীদের দেখানো হয়। এআইআইএ –এর কোভিড সেন্টার এবং নমুনা পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগের কাজে মন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।  

 

CG/CB/SFS



(Release ID: 1743889) Visitor Counter : 201