জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সে রাজ্যের জল জীবন মিশন প্রকল্পের রুপায়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 07 AUG 2021 3:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ছত্রিশগড়ের শ্রী ভূপেশ বাঘেল সেই রাজ্যের জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আজ রায়পুরে এক পর্যালোচনা বৈঠক করেছেন। ওই বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেছেন যে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ২০২৩ সালের মধ্যে বাকি থাকা ৩৯.৫৯ লক্ষ বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী 'হর ঘর জল' এই অভিযান সফল করতে ছত্রিশগড় রাজ্যকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য এবং অভিপ্রায় হচ্ছে ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে নল বাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে সঠিক পদ্ধতি মেনে এবং পর্যাপ্ত পরিমাণে কাজ হচ্ছে কিনা তা জানতে প্রতিমাসে নিয়মিত ভাবে পর্যালোচনা করা হয়।
আজকের এই বৈঠকে ছত্তিশগড়ের জল সম্পদ মন্ত্রী শ্রী রবীন্দ্র চৌবে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী গুরু রুদ্র কুমার এবং ছত্তিশগড়ের মুখ্য সচিব শ্রী অমিতাভ জৈন ছাড়াও জল শক্তি মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
জল জীবন মিশন প্রকল্পের সূচনার পর ছত্তিশগড়ে মোট ৪৫.৪৮ লক্ষ বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। গত ২৩ মাসের মধ্যে করোনা জনিত পরিস্থিতি সত্বেও ৩.২০ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

CG/ SB

 


(Release ID: 1743617) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Hindi , Telugu