আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

পিঙ্ক লাইনের ময়ূর বিহার পকেট-১ থেকে ত্রিলোকপুরী-সঞ্জয় লেক পর্যন্ত মেট্রো স্টেশনের সূচনা

Posted On: 06 AUG 2021 1:14PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ পিঙ্ক লাইনের ময়ূর বিহার পকেট-১ এবং ত্রিলোকপুরী-সঞ্জয় লেক মেট্রো স্টেশনের মধ্যে সংযোগকারী লাইনের সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল। এই গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে ৫৯ কিলোমিটার পিঙ্ক লাইনটি দিল্লী উত্তর এবং পূর্ব প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ বাজার, হাসপাতাল, পরিবহণ কেন্দ্র এবং দক্ষিণ ও মধ্য দিল্লীর বিশেষ আবাসিক অঞ্চলের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বাড়িয়ে তুলবে। এই মেট্রো স্টেশন চালু হওয়ার ফলে দিল্লী মেট্রো নেটওয়ার্ক এখন ৩৯০ কিলোমিটার দীর্ঘ হয়ে উঠল। এরসঙ্গে ২৮৫টি স্টেশন যুক্ত হয়েছে। এরমধ্যে নয়ডা-গ্রেটার নয়ডা মেট্রো করিডর এবং গুরুগ্রামে র‍্যাপিড মেট্রো রয়েছে। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে দিল্লী সরকারের পরিবহণ মন্ত্রী শ্রী কৈলাশ গেহলট, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, মেট্রোর রেল ব্যবস্থাপনাকে বিশ্বমানের পরিবহণ হিসেবে গড়ে তুলতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন দিল্লী মেট্রো স্টেশনের মতো বিশাল পরিকাঠামোগত প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেই সহজ কাজ নয়। তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী এবং সুযোগ্য নেতৃত্বের জেরেই দেশে মেট্রো যোগাযোগ ব্যবস্থাপনায় ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। তিনি বলেন, এই মেট্রো রেল যোগাযোগ গড়ে ওঠার ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। শ্রী পুরী জানান, দেশের ১৮টি শহরে ৭২১ কিলোমিটার দীর্ঘ মেট্রো চলাচলের কাজ শুরু হয়েছে। এখন ২৭টি শহরে ১ হাজার ৫৮ কিলোমিটার দীর্ঘ নতুন মেট্রো যোগাযোগের কাজ চলছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের মেট্রো রেলের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা গেছে। একটি হল চালক বিহীন মেট্রো ট্রেন চালু করা এবং দ্বিতীয়টি হল দিল্লী মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে 'জাতীয় সর্বসাধারণ ভ্রাম্যমান কার্ড' পরিষেবার সুবিধা বাস্তবায়ন করা। এই দুটি পদক্ষেপই গণ-পরিবহণ পরিকাঠামো ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। দিল্লী মেট্রো লাইনের ক্রমশই সম্প্রসারণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

CG/SS/NS


(Release ID: 1743317) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi