জলশক্তি মন্ত্রক

ভূগর্ভস্থ জলের স্তর পর্যবেক্ষণ

Posted On: 05 AUG 2021 5:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অগাস্ট, ২০২১

কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণ পর্ষদ (সিজিডব্লুইবি)দেশের বিভিন্ন অঞ্চলের ভূগর্ভস্থ জলের স্তর পরিমাপের কাজ চালাচ্ছে । তাদের করা পর্যবেক্ষণের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, দেশের ৬৮ শতাংশ ভূগর্ভস্থ জলের স্তর ৫ মিটার পর্যন্ত গভীরতায় রয়েছে । কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর ৪০ মিটারেরও বেশি গভীরতায় অবস্থান করছে । দেশে জল সংরক্ষণ এবং জলের অপচয় রোধ করে জলের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রচারাভিযান চালানো হচ্ছে । ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পরামর্শ করে সিজিডব্লুইবি ভূগর্ভস্থ জল কৃত্রিম উপায়ে পূর্ণ করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছে । এর জন্য প্রায় ৬.৭ কোটি টাকা খরচ করা হয়েছে । শহরাঞ্চলে বিভিন্ন বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা এবং ভূগর্ভস্থ জল সঞ্চয় বৃদ্ধিতে উৎসাহ যোগানো হয়েছে। এরজন্য সুনির্দিষ্ট পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে । ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার জলশক্তি অভিযানের সূচনা করেছে । দেশে ২৫৬টি জল সঙ্কটপূর্ণ জেলায় ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি সহ জল সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । চলতি বছরের ২২-শে মার্চ থেকে ৩০-শে নভেম্বর পর্যন্ত দেশের গ্রাম এবং শহরাঞ্চলের সমস্ত জেলায় বৃষ্টির জল সঞ্চয়ের ওপর জোর দিয়েছে জলশক্তি মন্ত্রক । এরজন্য দেশব্যাপী প্রচারও চালানো হচ্ছে ।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন জলশক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ।

CG/SS/RAB


(Release ID: 1743027) Visitor Counter : 846


Read this release in: English , Punjabi