আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
২০১৬ সালের মডেল বাড়ি তৈরির আইনের আওতায় ৩৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের বৈশিষ্ট্য লাগু করা করেছে
Posted On:
05 AUG 2021 1:58PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ আগস্ট, ২০২১
বৃষ্টির জল সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিয়ে এবং জল সংরক্ষণের গুরুত্বের কথা মাথায় রেখে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ২০১৪ সালে শহর ও আঞ্চল উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন, ২০১৬ সালে আধুনিক বাড়ি তৈরি আইন গঠন করে। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্থানীয় পরিস্থিতির ওপর বিচার করে আধুনিক বাড়ি তৈরির নিয়ম অনুসরণ করতে পারে। ১০০ বর্গ মিটার অথবা তার বেশি জায়গায় ভবন নির্মাণের কাজ চালানোর জন্য পরিকল্পনা জমা দেওয়ার সময় বৃষ্টির জল সংরক্ষণের প্রস্তাবটিও বাধ্যতামূলকভাবে জমা করতে হবে। মূলত এই বৈশিষ্ট্যটি ৩৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল গ্রহণ করেছে।
বৃষ্টির জল সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং সেই জলকে চাষের কাজে লাগাতে উৎসাহ জোগানো হয়েছে। এমনকি এ বিষয়ে প্রচারাভিযানও চালানো হয়েছে। ভবিষ্যতে স্থানীয় প্রশাসনকে এই প্রচারাভিযানের পাশাপাশি বৃক্ষরোপণের বিষয়ে সচেতন করে তোলার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।
CG/SS/NS
(Release ID: 1742850)