আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

শহরাঞ্চলে ৪ হাজার ৩৭২টি স্থানীয় প্রশাসন/নাগরিক পরিষেবার আওতায় বৈজ্ঞানিক ভিত্তিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে

Posted On: 05 AUG 2021 1:58PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ আগস্ট, ২০২১

২০১৬ সালের পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী শহরাঞ্চলে ৪ হাজার ৩৭২টি স্থানীয় প্রশাসন/নাগরিক পরিষেবার আওতায় বৈজ্ঞানিক ভিত্তিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। এই ব্যবস্থাপনার সাহায্য দেশে প্রতিদিন ১ লক্ষ ৪০ হাজার ৯৮০ টন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া সাধনের কাজ করা হচ্ছে। এছাড়াও পৌর অঞ্চলে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ চলছে। স্বচ্ছ ভারত মিশন- শহরাঞ্চলের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য কেন্দ্র যথাযথ সাহায্য প্রদান করেছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।

CG/SS/NS


(Release ID: 1742845) Visitor Counter : 171


Read this release in: English , Punjabi , Telugu