সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

জাতীয় মহাসড়কে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো

Posted On: 05 AUG 2021 1:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২১

 

মন্ত্রক জাতীয় মহাসড়ক বরাবর সেই সমস্ত অংশে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর সম্ভাবনা খতিয়ে দেখছে, যেখানে পরিবহণ/মহাসড়ক সম্পর্কিত কাজকর্মের জন্য ব্যবহার করা হবে না এবং সেই সমস্ত এলাকায়, যেখানে পরিষেবা বা বৃক্ষরোপণের মতো কোনও পরিকল্পনা নেই। 

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে জাতীয় মহাসড়ক বরাবর সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর সম্ভাবনা খতিয়ে দেখতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী, মহাসড়ক কর্তৃপক্ষের এক্তিয়ারে থাকা পড়ে থাকা জমি, কর্তৃপক্ষের ভবন বা টোল প্লাজাগুলির ছাদে এমনকি কর্তৃপক্ষের নিজস্ব ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর কোনও প্রস্তাব পায়নি। 

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই নাগপুর বাইপাসের পুরে-সোতাপুর প্রকল্পের টোল পালাজাগুলির ছাদে, ওয়াই গঙ্গা ব্রিজ থেকে ছত্তিশগড় সীমান্ত পর্যন্ত কিছু এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ ধরনের প্যানেল বসানো হয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

 

CG/BD/SB



(Release ID: 1742757) Visitor Counter : 138