ইস্পাতমন্ত্রক

ভারতীয় রেলে নতুন রেলের চাহিদা

Posted On: 04 AUG 2021 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ আগস্ট, ২০২১

বিগত তিন বছরে এবং ২০২১-২২ আর্থিক বছরের প্রথম তিন মাসে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভারতীয় রেলওয়েকে নিম্নলিখিত চাহিদা পূরণ করেছে।
ভারতের রেলের পক্ষ থেকে যেসব চাহিদার কথা বলা হয়েছিল সেগুলি হচ্ছে-
১) আর-২৬০ ইউআইসি ৬০ প্রোফাইল রেল ইনস্টেড অফ গ্রেড ৮৮০।
২) ৬০ই ওয়ান প্রোফাইল ইনস্টেড অফ ইউআইসি ৬০ প্রোফাইল।
৩) ১১৭৫ এইচ টি রেলস ( হিট ট্রিটেড রেলস)।
৪) ২৬০ মিটার লং রেল প্যানেল।
এদিকে, ভারতীয় রেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তাদের ভিলাই স্টিল প্লান্ট- এর আধুনিকীকরণ এবং সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে। যার মধ্যে ১.২ এম টি পি এ ক্ষমতাসম্পন্ন ইউনিভার্সাল রেল মিল রয়েছে। রেল লাইনের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ভিলাই স্টিল প্লান্টকে সেই ভাবে তৈরি করা হচ্ছে। ভারতীয় রেলের ১১৭৫ এইচ টি রেলের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1742343) Visitor Counter : 119


Read this release in: English , Punjabi , Kannada