ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এসএসএমই দিবস উদযাপন

Posted On: 02 AUG 2021 4:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ অগাস্ট ,২০২১

 

প্রতি বছর ২৭-শে জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভা স্বীকৃত মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস (এমএসএমই) দিবস পালন করা হয় । কোভিড-১৯ অতিমারি এবং তার জন্য বলবৎ নিষেধাজ্ঞার জেরে এমএসএমই মন্ত্রক কোন বাহ্যিক অনুষ্ঠানের আয়োজন করেনি । তবে, ‘অর্থনীতির চালিকা শক্তি – ভারতীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি’ শীর্ষক একটি ভার্চুয়াল সম্মেলন আয়োজিত হয় আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করতে এবং অর্থনীতিতে এমএসএমই-র অবদানকে স্বীকৃতি দিতে । 
কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় অনুযায়ী ২০২০-২১ বর্ষে সারা ভারত মোট অভ্যন্তরীণ উৎপাদনে মোট মূল্যযুক্তিতে এমএসএমই-র ভাগ ৩০% । এছাড়া ৭৩-তম জাতীয় নমুনা সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী আনুমানিক ১১.১০ কোটি শ্রমিক যুক্ত এই ক্ষেত্রে । 

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের উন্নতি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন বাজারের সুবিধা, পণ্যের গুণমান, সময়ে ঋণ পাওয়ার সুযোগ, প্রযুক্তির উন্নতি ইত্যাদি । ভারতীয় এমএসএমই ক্ষেত্রের ক্ষমতা বর্ধনের জন্য এমএসএমই মন্ত্রক দক্ষতা বাড়াতে, প্রযুক্তির উন্নয়নে, বিপণনে সহায়তা করতে এবং এমএসএমই গুলিকে ঋণের সুবিধা দিতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে । এর পাশাপাশি জন আহরণ নীতিতে একটি বাধ্যতামূলক সংস্থান রাখা হয়েছে যাতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রক/ দফতরকে বাধ্যতামূলকভাবে বার্ষিক ২৫ শতাংশ পণ্য কিনতে হবে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলির কাছ থেকে ।  এই সব প্রতিষ্ঠানগুলি যাতে উন্নতি করতে পারে, তার জন্য এই বিপণনের সুযোগ দেওয়া । 

কোভিড – ১৯ প্রভাবের মোকাবিলায় সরকার এমএসএমই ক্ষেত্রকে সাহায্য করতে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে একাধিক উদ্যোগ নিয়েছে । তার মধ্যে অন্যতম :
1)    এমএসএমই-গুলির জন্য ২০ হাজার কোটি টাকার উপঋণ ।
2)    কোন গচ্ছিত ছাড়াই এমএসএমই সহ ব্যবসার জন্য ৩ লক্ষ কোটি টাকার স্বয়ংক্রিয় ঋণ । 
3)    এমএসএমই সেল্ফ রিলায়েন্ট ইন্ডিয়া ফান্ডের মাধ্যমে ৫০ হাজার কোটি টাকার মূলধন বিনিয়োগ । 
4)    এমএসএমই শ্রেণীকরণের জন্য নতুন পদ্ধতি । 
5)    সহজে ব্যবসার সুবিধা দিতে উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে এমএসএমই নথিভুক্তিকরণ । 
6)    ২০০ কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে কোন আন্তর্জাতিক টেন্ডার লাগবে না । 

২০২০-র পয়লা জুন ‘চ্যাম্পিয়নস’ নামে অনলাইল প্রকল্পের সূচনা হয়েছে । এমএসএমই-গুলির অভিযোগের দ্রুত সমাধান সহ ই-প্রশাসনের বহু বিষয় আছে এই পোর্টালে । এছাড়া আরবিআই, এমএসএমই-গুলির আর্থিক চাপ কমাতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে । 

রাজ্যসভায় আজ লিখিত জবাবে কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে এই তথ্য জানান । 

 

CG/AP/NR



(Release ID: 1741660) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Punjabi