অর্থমন্ত্রক
শ্রী দীপক দাস নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের দায়িত্ব গ্রহণ করেছেন
Posted On:
01 AUG 2021 10:59AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১লা আগস্ট, ২০২১
শ্রী দীপক দাস নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের (সিজিএ) দায়িত্বভার আজ গ্রহণ করেন। ২৫তম সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদে প্রিন্সিপ্যাল চিফ কন্ট্রোলার অফ অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালের ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (আইসিএএস) আধিকারিক শ্রী দাস আজ থেকে অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দপ্তরের সিজিএ হিসেবে কাজ শুরু করেছেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও তিনি ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিসের প্রশিক্ষণ অ্যাকাডেমি ইন্সটিটিউট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সের নির্দেশকের দায়িত্বও পালন করেছেন।
দিল্লির কিরোরি মাল কলেজের প্রাক্তণী শ্রী দাস কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদে প্রিন্সিপ্যাল চিফ কন্ট্রোলার অফ অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করার সময় প্রযুক্তি নির্ভর বিভিন্ন পদ্ধতির সূচনা করেন ।
CG/CB/
(Release ID: 1741339)
Visitor Counter : 233