স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
Posted On:
01 AUG 2021 9:31AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ আগস্ট, ২০২১
• দেশে ব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৪৭ কোটি ২ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
• দেশে এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫২১
• জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৬ শতাংশ
• দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন
• দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৩১
• দেশে সুস্পষ্ট ভাবে করোনায় অক্রান্তের সংখ্যা বর্তমানে ৪ লক্ষ ১০ হাজার ৯৫২
• দেশে মোট আক্রান্তের মধ্যে কেবল ১.৩০ শতাংশ সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্ত
• সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে এই হার ২.৪২ শতাংশ
• দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২.৩৪ শতাংশ, যা ৫ শতাংশের নিচে
• নমুনা পরীক্ষার পরিকাঠামো লাগাতার বেড়েছে - এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৬ কোটি ৪২ লক্ষের বেশি
CG/BD/AS
(Release ID: 1741265)
Visitor Counter : 199