স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড – ১৯ টিকাকরণ সম্পর্কে সর্বশেষ তথ্য

Posted On: 31 JUL 2021 11:18AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১,জুলাই,২০২১

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে । কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করেছে । সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় গত ২১-শে জুন থেকে শুরু হয়েছে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি পরিমানে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে, যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে ।
বিভিন্ন টিকাপ্রস্তুত কারক সংস্থা যে টিকা উৎপাদন করছে, প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে । এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই কেন্দ্র ৪১ কোটি ৭৮ লক্ষ ৬৩ হাজার ৪শো ১০-টি টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে । আজ সকাল ৮-টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে অপচয় সহ মোট ৪৫ কোটি ৮২ লক্ষ ৬০ হাজার ৫২ –টি টিকার ডোজ খরচ করা হয়েছে । অতএব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারি হাসপাতালগুলির কাছে এখনও ৩ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার ৮১-টি টিকার ডোজ মজুত রয়েছে ।

CG/SS/NR



(Release ID: 1741072) Visitor Counter : 227