শিল্পওবাণিজ্যমন্ত্রক

সরকার ব্যবসায়ী মহল, খুচরো বিক্রেতা এবং শিল্প সংগঠনগুলির কাছ থেকে ই-কমার্স সংস্থাগুলির পণ্য সামগ্রী বিপননে ব্যাপক ছাড় এবং বাজারে আধিপত্য বিস্তারে ক্ষমতা অপপ্রয়োগ সম্পর্কে একাধিক অভিযোগ পেয়েছে

Posted On: 30 JUL 2021 4:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২১

ই-মার্কেট প্লেস ব্যবস্থায় যুক্ত সংস্থাগুলি পণ্য সামগ্রী বিপননের জন্য ব্যাপক ছাড় এবং বাজারে ক্ষমতার অপপ্রয়োগ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে বলে ব্যবসায়ী মহল, খুচরো বিক্রেতা এবং শিল্প সংগঠনগুলির কাছ থেকে সরকার একাধিক অভিযোগ পেয়েছে। প্রাপ্ত অভিযোগ সংশ্লিষ্ট সরকারি এজেন্সিগুলির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও খতিয়ে দেখার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ২০২০-র ২৩ জুলাই গ্রাহক সুরক্ষা (ই-বাণিজ্য) আইন ২০২০ বিজ্ঞাপিত করা হয়। ই-বাণিজ্য ব্যবস্থায় অসাধু লেনদেন পন্থা প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে আরও মজবুত করতে সরকার গ্রাহক সুরক্ষা আইন ২০২০ সংশোধন সম্পর্কে প্রস্তাব চেয়েছে। ইতিমধ্যেই গ্রাহক বিষয়ক দপ্তরের ওয়েবসাইটে আইনটির সংশোধন সম্পর্কে মতামত চেয়ে প্রস্তাব প্রকাশিত হয়েছে।
আইনে প্রস্তাবিত সংশোধন সম্পর্কে বিভিন্ন পক্ষের কাছ থেকে মতামত পাওয়া গেছে, যেখানে ই-বাণিজ্য ব্যবস্থার নতুন সংজ্ঞা নির্ধারণের প্রসঙ্গটির উল্লেখ রয়েছে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী সোম প্রকাশ।

CG/BD/AS



(Release ID: 1740903) Visitor Counter : 87


Read this release in: English , Urdu , Punjabi