যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

রাখী পাঠানোর জন্য বিশেষ ‘রাখী মেল’এর ব্যবস্থা করেছে ডাক বিভাগ

प्रविष्टि तिथि: 30 JUL 2021 2:31PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৩০ জুলাই, ২০২১

 

চলতি বছরের আগামী ২২ আগস্ট রাখী উৎসব। তাই সময় মতো রাখী পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগ ‘রাখী মেল’এর বিশেষ ব্যবস্থা করেছে। ডাক বিভাগের দিল্লী সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন ১৬ আগস্ট পর্যন্ত দেশের অন্যান্য রাজ্যে এবং ১৭ আগস্ট পর্যন্ত  দিল্লীর মধ্যে রাখী ডাকহরকরা জন্য এই রাখী মেলের ব্যবস্থা থাকছে । এরজন্য দিল্লীর ৩৪টি গুরুত্বপূর্ণ ডাক কার্যালয়ে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। পাশাপাশি দিল্লী রেলওয়ে স্টেশন এবং নতুন দিল্লী রেল স্টেশনের দুটি আরএমএস কার্যালয়েও এই বিশেষ কাউন্টার থাকছে। শেষ মুহুর্তের ভিড় এড়াতে গ্রাহকদের সময়মতো রাখী ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

 

CG/SS /NS


(रिलीज़ आईडी: 1740879) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil